পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adani Cancels FPO: প্রবল চাপের মুখে 20 হাজার কোটির শেয়ার ছাড়ার পরিকল্পনা বাতিল করল আদানিরা - top ten richest person of the world

বাজারে 20 হাজার কোটির শেয়ার ছাড়ার পরিকল্পনা সরে রেখেছিল আদানিরা । কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির জেরে সেই সিদ্ধান্ত বাতিল করল সংস্থা । এর আগেই প্রবল আর্থিক ক্ষতি হয়েছে গৌতম আদানির । একটা সময় তিনি ছিলেন বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি । আর আজ সেই তালিকার প্রথম দশেই নেই গৌতম (Gautam Adani is not among the top ten richest person of the world )।

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 2, 2023, 6:51 AM IST

Updated : Feb 2, 2023, 7:49 AM IST

নয়াদিল্লি, 2 ফেব্রুয়ারি:একদিকে হিন্ডেনবার্গের রিপোর্ট অন্যদিকে শেয়ার বাজারে লাগাতর ধস- প্রবল চাপের মুখে বড় সিদ্ধান্ত নিলেন গৌতম আদানি । তিনি জানালেন. প্রস্তাবিত পিএফও প্রক্রিয়া এখনই কার্যকর হচ্ছে না । নতুন করে 20 হাজার কোটি টাকার শেয়ার বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছিল আদানি গোষ্ঠী। এখন আর তা হচ্ছে না ।

2023-24 অর্থবর্ষের বাজেট পেশ হয়েছে বুধবার । এর বেশ কয়েক ঘণ্টা পর নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে আদানিরা । সংস্থার চেয়ারম্যান গৌতম আদানি একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, বিনিয়োগকারীদের অর্থ যাতে নষ্ট না-হয় তা নিশ্চিত করা সবচেয়ে দরকারি বিষয়। আর তাই এখন নতুন করে শেয়ার ছাড়া হচ্ছে না । ইতিমধ্যে যাঁরা বিনিয়োগ করেছেন তাঁদের টাকা ফিরিয়ে দেওয়ার কথাও জানান গৌতম ।

এই সিদ্ধান্ত প্রসঙ্গে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । টুইটারে বুধবার বেশি রাতে তিনি লেখেন, "নিজের শেয়ার 2000 টাকার বদলে 3200 টাকা দিয়ে কেনা খুবই ব্যয় সাপেক্ষ ।" এরপরই সেবিকে নিশানা করে তিনি লেখেন, "আমাদের আরও বেশি করে বোকা বানিয়ে যাওয়া চলুক ।তাছাড়া টাকার উৎস কী সেটাও বলার দরকার নেই ! বাজারকে এভাবে প্রভাবিত করা কে আর যাই বলুক বিনিয়োগকারীদের পাশে থাকা বলে না ।"

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আদানিতে এফপিও প্রক্রিয়ার অংশ হতে চাওয়ার জন্য বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়েছেন সংস্থার প্রধান। কিন্তু গত কয়েকদিনে শেয়ারের দাম যেভাবে পড়ছে তাতে সংস্থার মনে হয়েছে এমতাবস্থায় বিনিয়োগকারীদের কোনওরকম ঝুঁকিতে ফেলা ঠিক হবে না । তাই আপাতত প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে। তাছাড়া যাঁরা ইতিমধ্যে বিনিয়োগ করে ফেলেছেন তাঁদের অর্থ ফিরিয়ে দেওয়া কীভাবে সম্ভব সেটাও খতিয়ে দেখা হচ্ছে । পাশপাশি সংস্থা আরও জানিয়েছে শেয়ারের বাজারের পরিস্থিতি স্বাভাবিক হলে এই প্রক্রিয়া নতুন করে শুরু হয়। আদানিদের দাবি, তাদের সংস্থার আর্থিক পরিস্থিতি যথেষ্টই ভালো তাই সংশ্লিষ্ট কারও কোনও চিন্তা করার দরকার নেই। সংস্থার সম্প্রসারণ থেকে শুরু করে অন্য পরিকল্পনাও বাতিল হচ্ছে না বলে ওই বিবৃতিতে বলা হয়েছে।

আরও পড়ুন: আয়করে ছাড় ! আর কী রয়েছে নয়া ঘোষণায় ? জানুন বিস্তারিত

Last Updated : Feb 2, 2023, 7:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details