পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Siddharth Apologises To Saina : অভদ্র ঠাট্টা, সাইনার কাছে ক্ষমাপ্রার্থী সিদ্ধার্থ - Siddharth Apologises To Saina Nehwal on Twitter

বিতর্কিত টুইটের প্রায় সপ্তাহখানেক পর ক্ষমা চাইলেন সিদ্ধার্থ (Siddharth Apologises To Saina Nehwal on Twitter) ৷ সাইনাকে একটি চিঠি লেখেন অভিনেতা ৷ তা পোস্ট করেন টুইটারে ৷

Siddharth tweets apology To Saina
সাইনার কাছে ক্ষমাপ্রার্থী সিদ্ধার্থ

By

Published : Jan 12, 2022, 8:02 AM IST

মুম্বই, 12 জানুয়ারি : টুুইটারে চিঠি দিয়ে সাইনা নেহওয়ালের কাছে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ (Siddharth Apologises To Saina Nehwal on Twitter) ৷ অভদ্র রসিকতার জন্য ক্ষমাপ্রার্থী তিনি ৷ মঙ্গলবার রাতে সাইনার কাছে ক্ষমা চেয়েছেন । বলেন, "আপনি সবসময়ই আমার কাছে চ্যাম্পিয়ন থাকবেন ৷"

সিদ্ধার্থ চিঠিতে লেখেন, "প্রিয় সাইনা, আপনার একটি টুইটের প্রতিক্রিয়ায় আমি আমার অভদ্র রসিকতার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে চাই ৷ আমি আপনার সঙ্গে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করতে পারি ৷ তবে আমি আপনার টুইটটি যখন পড়ি তখন আমার হতাশা বা রাগও আমার বলা কথাকে ন্যায্যতা দিতে পারে না । আমি জানি, আমার মধ্যে তার চেয়ে বেশি বিনম্রতা আছে ।"

পঞ্জাবে মোদির নিরাপত্তা সংক্রান্ত লঙ্ঘনের ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে একটি টুইট করেছিলেন সাইনা ৷ তার প্রতিক্রিয়ায় গত 6 জানুয়ারি সাইনাকে আক্রমণ করেন সিদ্ধার্থ ৷ তারপরই শুরু হয় বিতর্ক ৷ পরে অবশ্য টুইটটি মুছে দেন অভিনেতা ৷ আজ চাইলেন ক্ষমা ৷

আরও পড়ুন : Exclusive Saina Nehwal : শব্দচয়নে আরও হিসেবি হওয়া উচিত ছিল, সিদ্ধার্থের যৌন ইঙ্গিতপূর্ণ প্রত্যুত্তরে ব্যথিত সাইনা

ABOUT THE AUTHOR

...view details