মুম্বই, 12 জানুয়ারি : টুুইটারে চিঠি দিয়ে সাইনা নেহওয়ালের কাছে ক্ষমা চাইলেন সিদ্ধার্থ (Siddharth Apologises To Saina Nehwal on Twitter) ৷ অভদ্র রসিকতার জন্য ক্ষমাপ্রার্থী তিনি ৷ মঙ্গলবার রাতে সাইনার কাছে ক্ষমা চেয়েছেন । বলেন, "আপনি সবসময়ই আমার কাছে চ্যাম্পিয়ন থাকবেন ৷"
সিদ্ধার্থ চিঠিতে লেখেন, "প্রিয় সাইনা, আপনার একটি টুইটের প্রতিক্রিয়ায় আমি আমার অভদ্র রসিকতার জন্য আপনার কাছে ক্ষমা চাইতে চাই ৷ আমি আপনার সঙ্গে অনেক বিষয়ে দ্বিমত পোষণ করতে পারি ৷ তবে আমি আপনার টুইটটি যখন পড়ি তখন আমার হতাশা বা রাগও আমার বলা কথাকে ন্যায্যতা দিতে পারে না । আমি জানি, আমার মধ্যে তার চেয়ে বেশি বিনম্রতা আছে ।"