পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Satish Kaushik Demise: ক্যালেন্ডারের পাতা ফুরোল ! প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক - Bollywood Actor dies

অভিনেতা সতীশ কৌশিকের জীবনাবসান । মৃত্যুকালে বয়স হয়েছিল 66 বছর (Actor Satish Kaushik Passes Away) । একটি টুইটে প্রিয় বন্ধুর প্রয়াণের খবর জানান অনুপম খের ।

Etv Bharat
প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক

By

Published : Mar 9, 2023, 6:40 AM IST

Updated : Mar 9, 2023, 7:03 AM IST

মুম্বই, 9 মার্চ: বলিউডে ইন্দ্রপতন ! প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক (Actor Satish Kaushik Passes Away) । মৃত্যুকালে বয়স হয়েছিল 66 বছর । বহু সিনেমায় শুধুমাত্র কমিক টাইমিংয়েই মাত করেছেন সতীশ । তাঁর প্রয়াণে একজন দক্ষ অভিনেতা নয়, টিনসেল টাউন হারাল এক অসাধারণ চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্য লেখককেও (Actor Satish Kaushik Demise) ।

বৃহস্পতিবার ভোরে একটি টুইটে অনুপম খের প্রিয় বন্ধুর প্রয়াণের খবর জানান (Anupam Kher tweets about Satish Kaushik Demise) । তিনি লেখেন, "আমি জানি মৃত্যুই এই পৃথিবীর চরম সত্য! কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে আমি বেঁচে থাকতে আমার সেরা বন্ধু সতীশ কৌশিককে নিয়ে লিখব । 45 বছরের বন্ধুত্বের এমন হঠাৎ করে অবসান ! সতীশ তোমাকে ছাড়া জীবন কখনও একরকম হবে না ! ওম শান্তি !"

ন্য়াশনাল স্কুল অফ ড্রামায় পরিচয় দু'জনের (National School of Drama) । সেখান থেকেই বন্ধুত্বের শুরু । টিনসেল টাউনে এক সঙ্গেই ক্যারিয়ার শুরু করেছিলেন অনুপম-সতীশ । একের পর এক সিনেমায় নিজের জাত চিনিয়েছেন সতীশ । মিস্টার ইন্ডিয়ার 'ক্যালেন্ডার' কিংবা দিওয়ানা মস্তানার 'পাপ্পু পেজার'কে মনে আছে ? সতীশের বলিষ্ঠ অভিনয়, তুখোড় কমিক টাইমিং ছাড়া যে সিনেমাগুলো কোনওভাবেই শিখরে পৌঁছত না ।

যদিও সতীশের নিজের শিকড় মঞ্চ । থিয়েটার জগতে তিনি একসময় ছিলেন 'একমেবাদ্বিতীয়ম' । হিন্দি নাটক সেলসম্যান রামলালে তাঁর অভিনীত উইলি লোমান চরিত্রটি দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে । এছাড়াও ক্যামেরার সামনে মিস্টার ইন্ডিয়া, দিওয়ানা মস্তানা ছাড়াও মাসুম, রাম লক্ষ্মণ, পারদেশি বাবু, কাগজ সিনেমার জন্য তাঁকে মনে রাখবে দর্শক ।

ৃআরও পড়ুন: প্রয়াত প্রবীণ তেলুগু চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ

তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কঙ্গনা রানাওয়াতও । কঙ্গনার পরিচালনায় ইমারজেন্সি'তে অভিনয় করেছেন সতীশ । অভিনেত্রী টুইটে লিখেছেন, "সবচেয়ে খারাপ খবরে ঘুম ভাঙল । তিনি ছিলেন আমার সবচেয়ে বড় চিয়ারলিডার, একজন খুব সফল অভিনেতা এবং পরিচালক । তাঁকে ইমার্জেন্সিতে পরিচালনা করতে পেরে আমি খুব খুশি ছিলাম ।"

Last Updated : Mar 9, 2023, 7:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details