পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bharat Jodo Yatra: তেলাঙ্গানায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রশান্ত ভূষণ

তেলাঙ্গানায় কংগ্রেসের (Congress) ভারত জোড়ো যাত্রায় (Bharat Jodo Yatra) হাঁটলেন প্রশান্ত ভূষণ (Prashant Bhushan)৷ রবিবার ছিল ভারত জোড়ো যাত্রার 60তম দিন ৷

Prashant Bhushan joins Congress' Bharat Jodo Yatra in Telangana
তেলাঙ্গানায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় হাঁটলেন প্রশান্ত ভূষণ

By

Published : Nov 6, 2022, 3:11 PM IST

হায়দরাবাদ, 6 নভেম্বর: কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'য় (Bharat Jodo Yatra) যোগ দিলেন সমাজকর্মী তথা আইনজীবী প্রশান্ত ভূষণ (Prashant Bhushan)৷ রবিবার তেলাঙ্গানায় (Telangana) রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো যাত্রার 60তম দিনে যোগ দেন তিনি ৷

দলীয় সূত্র থেকে জানা গিয়েছে, এসসি-দের শ্রেণিভুক্ত করার জন্য লড়াই করা সংগঠন মাদিগা রিজার্ভেশন পোরাটা সমিতির (এমআরপিএস) নেতা মান্দা কৃষ্ণ মাদিগাও আজ সকালে মেদক জেলার আল্লাদুর্গ থেকে পুনরায় শুরু হওয়া যাত্রায় যোগ দেন ।

কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক তথা কমিউনিকেশনসের ইনচার্জ জয়রাম রমেশ টুইট করে জানিয়েছেন, "ভারত জোড়ো যাত্রার আজ 60তম দিন এবং প্রতিদিন সকালের মতো আজ জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র ও ধ্বজ গীত গাওয়ার মধ্যে দিয়ে যাত্রা শুরু হয় মাইসুর থেকে । আজ আমরা মেদক থেকে কামারেডি জেলায় চলেছি ৷"

আরও পড়ুন:'প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে কাজ করেন কেসিআর', আক্রমণ রাহুলের

শনিবার মেদক জেলার পেদ্দাপুর গ্রামের জমায়েতে রাহুল গান্ধি (Rahul Gandhi) অভিযোগ করেন যে, দেশে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি 2014 সাল থেকে ব্যাপকভাবে বেড়ে চলেছে ।

ভারত জোড়ো যাত্রা 23 অক্টোবর তেলেঙ্গানায় প্রবেশ করেছে ৷ আগামী সোমবার ওই রাজ্যে যাত্রা শেষ হবে জানিয়েছে একটি সূত্র ৷ ওয়েনাড়ের সাংসদ সোমবার কামারেডি জেলায় একটি জনসভায় ভাষণ দেবেন । তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে গত 7 সেপ্টেম্বর ভারত জোড়ো যাত্রা শুরু হয় ।

ABOUT THE AUTHOR

...view details