ইম্ফল, 28 সেপ্টেম্বর: আবারও উত্তাল মণিপুর ৷ দুই মেইতেই পড়ুয়ার অপহরণ এবং তাঁদের খুনের ঘটনায় বুধবারও অশান্ত হয়ে রইল উত্তর-পূর্বের রাজ্যটি ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে আশ্বাস দিয়েছেন, দ্রুত খুনীদের গ্রেফতার করা হবে এবং উচিত শাস্তি দেওয়া হবে ৷ এমনই আবহে মণিপুরের এই অবস্থার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরকে কাঠগড়ায় তুলল সমাজকর্মী লিসিপ্রিয়া কানগুজাম ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) একটি পোস্টে সে লেখে, "প্রধানমন্ত্রী আমার রাজ্যের সবকিছু ধ্বংস করে দিয়েছেন ৷"
এর আগে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি আবেগী পোস্ট করেছিল মণিপুরের এগারো বছরের পরিবেশকর্মী তথা সমাজকর্মী ৷ ছোট এই মেয়েটি প্রধানমন্ত্রীকে জানায়, "3 মে থেকে আমার রাজ্য জ্বলছে ৷ আপনিও এটা জানেন ৷ কিন্তু আপনি কিছুই বলছেন না ৷ আপনি কিছুই করছেন না ৷ আমরা খুবই দুঃখের মধ্যে রয়েছি ৷ আপনার সাহায্য চাই ৷"
3 মে থেকে অশান্ত মণিপুর ৷ এর মধ্যে 6 জুলাই দুই ছাত্র-ছাত্রী নিখোঁজ হয়ে যায় ৷ পুলিশ জানিয়েছিল, ওই দুই নিখোঁজ পড়ুয়ার মোবাইল বন্ধ ৷ তাদের লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না ৷ দুই পড়ুয়ার শেষ খোঁজ মিলেছিল চুরাচাঁদপুরের পর্যটনস্থল লামডানের কাছে ৷ এরপর আচমকাই সোমবার তাদের মৃতদেহের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে থাকে ৷
এরপর থেকে ফের নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর ৷ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, দুই মেইতেই পড়ুয়া একটি মাঠে বসে আছে ৷ তাদের পাহারা দিচ্ছে দু'জন ৷ তাদের হাতে অস্ত্র রয়েছে ৷ আরেকটি ছবিতে এক পড়ুয়ার দেহ রয়েছে, কিন্তু মাথা নেই ৷ পাশে আরেকটি দেহ পড়ে থাকতেও দেখা যায়। এদিন লিসিপ্রিয়া এই দুই পড়ুয়ার প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কাতর আবেদন করে, "আপনি আমাদের প্রধানমন্ত্রী ৷ আপনাকে কিছু করতে হবে ৷ ওই দুই পড়ুয়াকে হত্যা করা হয়েছে ৷ তাদের দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে ৷ নৃশংস হত্যাকাণ্ড হয়েছে ৷ এরপর আরও বহু পড়ুয়ার মৃত্যু হতে পারে, মহিলাদেরও মৃত্যু হচ্ছে ৷ মণিপুর ভারতেরই একটি অংশ ৷ আপনি কিছু করুন ৷"
আরও পড়ুন: দুই মেইতেই পড়ুয়ার মৃত্যুতে সিবিআই তদন্ত, মণিপুরে স্পেশাল ডিরেক্টর