মুম্বই, 20 অক্টোবর: জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয় ৷ বোম্বে দায়রা আদালতে দায়ের করা মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বোম্বে দায়রা আদালতের বিশেষ আদালত ৷ 2 নভেম্বর রয়েছে এই মামলার শুনানি(Action Against Mamata Banerjee for Contempt of National Anthem Decision on the above Case on November 2)৷
ঘটনার সূত্রপাত গতবছর মুম্বইয়ের ওয়াইবি চৌহান সেন্টারে হওয়া একটি অনুষ্ঠানকে ঘিরে । অনুষ্ঠান শেষে জাতীয় সংগীত বাজানো হচ্ছিল । তখন মমতার আচরণ জাতীয় সংগীতের প্রতি সম্মানজনক ছিল না বলে শিবদি আদালতে অভিযোগ করেন মুম্বই বিজেপির সম্পাদক বিবেকানন্দ গুপ্তা (Contempt of National Anthem)। এই আবেদনের পর শিবদি আদালত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় ৷ এরপর মমতার পক্ষে বোম্বে দায়রা আদালতে আবেদন জানানো হয় ৷