পশ্চিমবঙ্গ

west bengal

Pijush Kanti Biswas : দল ছাড়লেন ত্রিপুরার কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি, তৃণমূলে যোগের জল্পনা

প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এভাবে পদ ছাড়াটা আমার কাছেও দুঃখজনক ৷ সোনিয়াজি দলকে সেবা করার সুযোগ দিয়েছেন, তাঁর কাছে কৃতজ্ঞ ৷"

By

Published : Aug 21, 2021, 3:16 PM IST

Published : Aug 21, 2021, 3:16 PM IST

Updated : Aug 21, 2021, 4:18 PM IST

ে

আগরতলা, 21 অগস্ট : দল ছাড়লেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) ৷ প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "এভাবে পদ ছাড়াটা আমার কাছেও দুঃখজনক ৷ সোনিয়াজি (Sonia Gandhi) দলকে সেবা করার সুযোগ দিয়েছেন, তাঁর কাছে কৃতজ্ঞ ৷"

পীযূষ কান্তি বিশ্বাস দল ছাড়তেই জল্পনা শুরু হয়েছে তিনি তৃণমূলে যোগ দিতে পারেন ৷ যদিও সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা দল ছাড়ার পর যে টুইট করেছেন, সেখানে তিনি রাজনীতি ছাড়ছেন বলেও ঘোষণা করেছেন ৷ শনিবার পীযূষ কান্তি বিশ্বাস টুইট করেন, "আন্তরিক কৃতজ্ঞতা জানাই সমস্ত কংগ্রেস নেতা ও সমর্থকদের ৷ দলের কার্যনির্বাহী সভাপতি হিসেবে আমাকে গ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ ৷ আজ আমি পদত্যাগ করেছি, এইসঙ্গে রাজনীতি থেকেও অবসর নিচ্ছি ৷ সম্মাননীয় সোনিয়া গন্ধিজির প্রতি রইল আমার আন্তিরক কৃতজ্ঞতা ৷"

আরও পড়ুন:Sushmita Dev : কংগ্রেস ছেড়ে তৃণমূলে সুস্মিতা দেব

2023 সালে বিধানসভা নির্বাচন ত্রিপুরায় ৷ তার আগে পীযূষ কান্তি বিশ্বাসের দল ছাড়া ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের জন্য বড় ধাক্কা ৷ সম্প্রতি কংগ্রেসের মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেব (Sushmita Dev) কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ও ডেরেক ও'ব্রায়েনের (Derek O'Brien) উপস্থিতিতে তৃণমূল যোগ দিয়েছেন ৷ পীযূষ কান্তি বিশ্বাস ও সুস্মিতা দেব ঘনিষ্ঠ বলেই পরিচত ৷ ফলে পীষূষ কান্তি বিশ্বাস দল ছাড়ার পর জল্পনা শুরু হয়েছে, তিনি তৃণমূলে যোগ দিতে চলেছেন ৷

Last Updated : Aug 21, 2021, 4:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details