পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Acid Attack: প্রেমের প্রস্তাব ফেরানোয় গৃহবধূর উপর অ্যাসিড হামলা যুবকের - প্রেমের প্রস্তাব

প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় বিবাহিতা এক মহিলা ও তাঁর পরিবারের উপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ বিহারের চম্পারণে এই ঘটনা ঘটেছে ৷

Acid Attack
Acid Attack

By

Published : May 22, 2023, 4:48 PM IST

মুজফফরপুর, 22 মে:প্রেমিক বিবাহিত এক মহিলাকে প্রেম নিবেদন করলেও তিনি তাতে রাজি হননি ৷ এ জন্য তাঁর গোটা পরিবারের উপর অ্যাসিড নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল ওই প্রেমিকের বিরুদ্ধে ৷ বিহারের পূর্ব চম্পারণের ঘটনা ৷ অ্যাসিডে জখম প্রত্যেকে ভর্তি এসকেএমসিএইচ-এ ৷

বিবাহিতা বান্ধবীর পরিবারের উপর অ্যাসিড হামলা:পূর্ব চম্পারণের পিপরা থানা এলাকার ঘটনা । জানা গিয়েছে, আক্রান্ত বধূ তাঁর স্বামী ও দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন । তখনই অভিযুক্ত যুবক বাড়ির ছাদে উঠে উপর থেকে পুরো পরিবারের উপর অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ । এই হামলায় ওই মহিলা, তাঁর স্বামী ও দুই সন্তান গুরুতর জখম হন । তাঁদের সবাইকে চিকিৎসার জন্য মোতিহারি থেকে মুজফফরপুরে নিয়ে যাওয়া হয় ।

কীভাবে পরিচয় মহিলার সঙ্গে: নির্যাতিতা জানান যে, অভিযুক্ত মহেশ ভগত কলের জলের ঠিকাদারী করেন । সেখানেই মহিলার স্বামী শ্রমিকের কাজ করেন । আর এ ভাবেই মহেশের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয় ৷ মহেশ ভগত রোজ তাঁর সঙ্গে যেতে বলতেন বলে অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা ৷ তিনি রাজি না হওয়াতেই তাঁর পরিবারের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর ৷

তিনি বলেছেন, "তিনি আমাদের হুমকি দিতেন । আমাকে বিয়ে করতে চেয়েছিলেন । নকল বিয়ের কাগজপত্রও তৈরি করেছেন । মোতিহারি আদালত থেকে কাগজপত্র তৈরি করা হয়েছে । আমি ওর প্রস্তাবে রাজি না হওয়ায় ও আমার স্বামী, ছেলে ও মেয়ের উপর অ্যাসিড ছুড়ে মারেন ৷"

বিয়ের নকল কাগজ তৈরি:নির্যাতিতা মহিলা আরও জানান যে, মহেশ ভগত তাঁদের দুজনের জন্য তৈরি করা নকল বিয়ের কাগজটি মোতিহারি আদালত থেকে এনেছিলেন । বিয়ের নথি তৈরির পর সংসার ছেড়ে দেওয়ার জন্য ওই মহিলাকে মহেশ জোর দিচ্ছিলেন বলে অভিযোগ ৷ কিন্তু ওই মহিলা বলেন, তাঁর স্বামী রয়েছে, সন্তান রয়েছে, তিনি সংসার ছাড়তে পারবেন না । এরপরই মেজাজ হারিয়ে মহেশ ওই মহিলাকে হুমকি দেন বলে অভিযোগ । এরপর রবিবার মধ্যরাতে ওই মহিলা ও তাঁর পরিবারের উপর অ্যাসিড হামলা চালানো হয় ৷

অ্যাসবেস্টস সরিয়ে অ্যাসিড হামলা: আক্রান্ত নারীর অভিযোগ, তাঁর বাড়ি অ্যাসবেস্টসের । মাঝরাতে মহেশ তাঁর বাড়ির উপরে উঠে, অ্যাসবেস্টস সরিয়ে তাঁদের উপর অ্যাসিড ঢেলে দেন । শুধু তাই নয়, হামলার পর বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে দেন মহেশ, যাতে কোনও সাহায্য না পান ওই মহিলা ও তাঁর পরিবার । সকালের পর আশপাশের লোকজন ঘটনাটি জানতে পারেন । তবে চিৎকার শুনে লোকজন ছুটে এসে সবাইকে দ্রুত হাসপাতালে নিয়ে যান । বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে ৷

আরও পড়ুন:সন্দেহের বশে বড় জা'য়ের গায়ে অ্যাসিড ছোট'র, আটক অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details