পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Acid Attack: দিল্লিতে অ্যাসিড হামলা, আক্রান্ত দ্বাদশের ছাত্রী - দিল্লি

দিল্লির (Delhi) দ্বারকা জেলায় (Dwarka District) অ্য়াসিড হামলা (Acid Attack) ৷ কীভাবে ঘটল ঘটনা ?

Acid Attack on 17 year old school girl in Delhi
Acid Attack: দিল্লিতে অ্য়াসিড হামলা, আক্রান্ত দ্বাদশের ছাত্রী

By

Published : Dec 14, 2022, 3:50 PM IST

Updated : Dec 14, 2022, 3:57 PM IST

নয়াদিল্লি, 14 ডিসেম্বর:আবারও অ্য়াসিড হামলা (Acid Attack) ৷ এবার এক স্কুলছাত্রীর উপর অ্যাসিড ছোড়ার অভিযোগ উঠল বাইকে সওয়ার দু'জনের বিরুদ্ধে ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটে দিল্লির (Delhi) দ্বারকা জেলায় (Dwarka District) ৷ হামলার ঘটনা রেকর্ড হয় সিসিটিভি ক্য়ামেরায় ৷ পরে তা ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় ৷ আক্রান্ত কিশোরীর বয়স 17 বছর ৷ তাকে ইতিমধ্যেই সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital) ভর্তি করা হয়েছে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ছাত্রী দ্বাদশ শ্রেণির পড়ুয়া ৷ বুধবার স্কুলে যাওয়ার পথে অ্যাসিড হামলার শিকার হয় সে ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই কিশোরী স্কুলের পোশাকে পিঠে ব্যাগ নিয়ে রাস্তার ধার দিয়ে হাঁটছে ৷ হঠাৎই সামনে থেকে একটি মোটরবাইক এগিয়ে আসে ৷ তাতে সওয়ার ছিল দু'জন ৷ পিছনে বসা সওয়ারির বাঁ হাতে একটি পাত্রে ভরা ছিল অ্য়াসিড ৷ মেয়েটির কাছাকাছি আসতেই সেই অ্যাসিড তার মুখে ছুড়ে দেয় ওই সওয়ারি ৷ পুলিশের দাবি, যে বাইকে চড়ে হামলা চালানো হয়েছে, সেটিতে কোনও নম্বর প্লেট ছিল না ৷ কিন্তু, হামলাকারীকে চিহ্নিত করা গিয়েছে ৷ তবে কী কারণে এই হামলা চালানো হল, এবং অভিযুক্ত নাবালক নাকি প্রাপ্তবয়স্ক, সেটা এখনও স্পষ্ট নয় ৷

আরও পড়ুন:দুই কুকুরছানার লেজ ও কান কেটে মদের চাট বানাল দুই মাতাল !

দিল্লি পুলিশের (Delhi Police) তরফ থেকে জানানো হয়েছে, এদিন সকাল 9টা নাগাদ তাদের কাছে একটি 'কল' আসে ৷ তাতেই এক কিশোরীর উপর অ্যাসিড হামলার খবর দেওয়া হয় ৷ এলাকায় থাকা টহলদারি পুলিশের গাড়িকে সেই তথ্য জানানো হয় ৷ হামলার ঘটনাটি ঘটে তারও প্রায় দেড়ঘণ্টা আগে, সকাল 7টা 30 মিনিট নাগাদ ৷

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "এই ঘটনার সময় আক্রান্ত মেয়েটি তার বোনের সঙ্গে ছিল ৷ ঘটনার জন্য পরিচিত দুই তরুণের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেছে সে ৷ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক সন্দেহভাজনকে ইতিমধ্যেই আমরা আটক করেছি ৷ তদন্ত শুরু হয়েছে ৷ সেই প্রক্রিয়া শেষ হলেই পুরো ঘটনা সামনে আসবে ৷ হাসপাতালে মেয়েটির চিকিৎসা চলছে ৷ তার অবস্থা স্থিতিশীল ৷"

অন্যদিকে, আক্রান্ত কিশোরীর বাবা বলেন, "ঘটনার পর আমাদের ছোট মেয়ে দৌড়ে বাড়ি পৌঁছয় ৷ সে বলে, তার দিদির মুখে অ্যাসিড ছোড়া হয়েছে ৷ দুই হামলাকারীরই মুখ ঢাকা ছিল ৷ ওদের এখনও পরিচয় জানতে পারিনি আমরা ৷ আমাদের মেয়ের দুই চোখে অ্য়াসিড ঢুকে গিয়েছে !"

ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য হল, "এসব কিছুতেই সহ্য করা হবে না ৷ এই ধরনের অপরাধ ঘটানোর সাহস অপরাধীরা পায় কোথা থেকে ? দিল্লির প্রত্যেক কন্যা সন্তানের নিরাপত্তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ৷"

Last Updated : Dec 14, 2022, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details