নিওয়ারি (মধ্যপ্রদেশ), 22 জানুয়ারি: চলতি বছরেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন (Madhya Pradesh Assembly Election)৷ তার আগেই পুলিশ ও প্রশাসনের কর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে নয়া বিতর্কের জন্ম দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath Warns Police)৷ একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে পুলিশকে সতর্ক করে তিনি বললেন, "আচ্ছা হিসাব লিয়া যায়েগা (Acha Hisab Liya Jaaega)৷" বাংলায় যার আক্ষরিক অর্থ, ভালো করে হিসেব নেওয়া হবে ৷
পুলিশকে হুমকি কমল নাথের: আর আট মাসের মধ্যেই মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন ৷ তার ঠিক আগে পুলিশকে হুমকি দিতে শোনা গেল সে রাজ্যের (Madhya Pradesh News) প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে (Kamal Nath News)৷ তিনি বলেন, "আট মাসের মধ্যে নির্বাচন হবে এবং আমি সবাইকে বলতে চাই আক্রমণাত্মক বা ভীত হবেন না । সমস্ত পুলিশ অফিসারদের কান খোলা রেখে শোনা উচিত যে, আসন্ন নির্বাচনে প্রত্যেকের হিসাব নেওয়া হবে ৷"
কমলের মন্তব্যের নিন্দা বিজেপির: কমলের "আচ্ছা হিসাব লিয়া যায়েগা" মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারতীয় জনতা পার্টি ৷ দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা বলেছেন যে, কমল নাথ তাঁর অগণতান্ত্রিক ইমার্জেন্সি মানসিকতা দেখিয়েছেন । বিজেপি নেতার কথা, "কমল নাথের পুলিশ অফিসার এবং প্রশাসনকে ভয় দেখানোর চেষ্টা এই প্রথম নয় । 2021 সালের অগস্টে তিনি একই ধরনের বিবৃতি দিয়েছিলেন । তাঁর 'আগ লগা দো' বিবৃতিটিও সবার মনে আছে ৷"