পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Singhu Border Killing : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের - accused of Singhu Border killing incident surrenders

সিংঘু সীমানায় খুনের ঘটনায় শুক্রবার গভীর রাতে এক নিহং শিখ গোষ্ঠীর এক সদস্য সর্বজিৎ সিং ঘটনার দায় স্বীকার করে হরিয়ানা পুলিশের সামনে আত্মসমর্পণ করেছে । পাশাপাশি এই খুনের ঘটনা নিয়ে নিজ বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar) ৷

Singhu Border Killing
Singhu Border Killing

By

Published : Oct 16, 2021, 10:26 AM IST

চণ্ডীগড়, 16 অক্টোবর : সিঙ্ঘু বর্ডারে খুনের ঘটনায় আত্মসমর্পণ করল নিহং শিখ গোষ্ঠীর এক সদস্য ৷ শুক্রবার গভীর রাতে আত্মসমর্পণ করে সর্বজিৎ সিং নামে এক ব্যক্তি ৷ ঘটনার দায় স্বীকার করেছে সে ৷ পাশাপাশি এই ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ((Manohar Lal Khattar)) তাঁর বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ৷

বৈঠকে মুখ্যমন্ত্রী খট্টর কড়া ভাষায় বলেন, "অভিযুক্তদের কোনও মতেই ছাড় দেওয়া হবে না ।" বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ, পুলিশের মহাপরিচালক এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ৷ পাশাপাশি পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে এই খুনের ঘটনায় যে অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে তার নাম সর্বজিৎ সিং ৷ নিহং শিখ গোষ্ঠীর সদস্য ৷ সূত্রের খবর, সে অপরাধের কথা স্বীকার করেছে।

জানা গিয়েছে, পঞ্জাবের তরন তারন জেলার চিমা খুরদ গ্রামের বাসিন্দা নিহত লাকবীর সিং (35) পেশায় শ্রমিক ছিলেন ৷ পুলিশের খাতায় তাঁর কোনও অপরাধমূলক রেকর্ড বা কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না ৷ শুক্রবার সকালে হরিয়ানা-দিল্লির সিংঘু সীমানার কাছে একটি ব্যারিকেড থেকে এক হাত ও এক পা কাটা অবস্থায় তাঁর ঝুলন্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় ৷ লাকবীর নাকি শিখ ধর্মগ্রন্থের অপমান করতে গিয়েছিলেন ৷ তারপরই তার সঙ্গে এই ঘটনা ঘটে ৷ ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ৷

আরও পড়ুন : Singhu-Kundli border : যুবকের হাত কেটে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হল ব্যারিকেডে

ABOUT THE AUTHOR

...view details