চণ্ডীগড়, 16 অক্টোবর : সিঙ্ঘু বর্ডারে খুনের ঘটনায় আত্মসমর্পণ করল নিহং শিখ গোষ্ঠীর এক সদস্য ৷ শুক্রবার গভীর রাতে আত্মসমর্পণ করে সর্বজিৎ সিং নামে এক ব্যক্তি ৷ ঘটনার দায় স্বীকার করেছে সে ৷ পাশাপাশি এই ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ((Manohar Lal Khattar)) তাঁর বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ৷
বৈঠকে মুখ্যমন্ত্রী খট্টর কড়া ভাষায় বলেন, "অভিযুক্তদের কোনও মতেই ছাড় দেওয়া হবে না ।" বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ, পুলিশের মহাপরিচালক এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ৷ পাশাপাশি পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে এই খুনের ঘটনায় যে অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে তার নাম সর্বজিৎ সিং ৷ নিহং শিখ গোষ্ঠীর সদস্য ৷ সূত্রের খবর, সে অপরাধের কথা স্বীকার করেছে।