হায়দরাবাদ,16 সেপ্টেম্বর : ঘটনাটি বর্বোরোচিত বলেও কম বলা হয় ৷ ছ'বছরের বাচ্চাকে ধর্ষণ ও খুন করে গা-ঢাকা দিয়েছিল বছর তিরিশের যুবক ৷ কিন্তু শেষরক্ষা হয়নি ৷ তেলেঙ্গানা পুলিশের তরফে তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল 10 লক্ষ টাকা ৷ দু'দিনের মধ্যে অভিষুক্তের দেহ মিলল ওয়ারাঙ্গলে রেললাইনে ৷ পুলিশের মতে, পালিয়ে বাঁচতে পারবে না ভেবেই আত্মহত্যা করেছে অভিযুক্ত ৷
ধর্ষণে অভিষুক্তের দেহ মেলার কথা টুইটারে জানিয়েছেন তেলেঙ্গানা পুলিশের ডিজিপি ৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "সিঙ্গরেনি কলোনিতে 6 বছরের শিশুকে ধর্ষণ ও হত্য়ায় অভিষুক্তের দেহ মিলেছে রেললাইনে ৷ দেহটি শনাক্তকরণও করা হয়েছে ৷" ডিজিপির করা এই টুইট শেয়ার করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের ছেলে তথা রাজ্যের মন্ত্রী কেটি রাও ৷
আরও পড়ুন :দেশে প্রতিদিন গড়ে 80 খুন-77 ধর্ষণ, তবে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ কলকাতাই
দু'দিন আগেই অভিযুক্ত পাল্লাকোন্দা রাজুর খোঁজে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল তেলেঙ্গানা পুলিশ ৷ কারণ পুলিশ মনে করেছিল রাজুকে পালাতে সাহায্য় করেছি কয়েকজন স্থানীয় ৷ তবে ঘটনার পর অভিযুক্ততে উপ্পল এলাকায় দেখা গিয়েছিল বলেও জানিয়েছিল পুলিশ ৷
বৃহস্পতিবার অভিযুক্তের দেহ রেলালাইন থেকে উদ্ধার হওয়ার পর তেলেঙ্গানা পুলিশের তরফে জানানো হয়, শহরে সর্বত্র অভিযুক্তের খোঁজে পোস্টার সাঁটা হয়েছিল ৷ সুতরাং পালিয়ে বাঁচতে পারবে না ভেবে সম্ভবত ও আত্মহত্যা করেছে ৷ তবে মঙ্গলবারই রাজ্যের শ্রমমন্ত্রী মাল্লা রেড্ডি জানিয়েছিলেন, অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা করা হবে ৷ ওকে খুঁজতে পুলিশের 15টি টিম মহারাষ্ট্র ও অন্ধপ্রদেশে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে ৷ এর দু'দিনের মধ্যে ওয়ারাঙ্গলে রেললাইনের ট্র্যাকে শিশু ধর্ষণ ও হত্য়াকাণ্ডে অভিযুক্ত রাজুর দেহ পাওয়া যায় ৷