কোয়েম্বাটুর, 29 অক্টোবর: মন্দিরে গাড়ি বোমা বিস্ফেরণের লক্ষ্যেই বিস্ফোরক জোগাড় করেছিল জামিশা মুবিন ৷ কোয়েম্বাটুর গাড়ি বিস্ফোরণ মামলায় (Coimbatore Car Blast Case) প্রাথমিক তদন্তে এই তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে ৷
গত 23 অক্টোবর তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরের উক্কাডামের কোট্টাই ঈশ্বরণ মন্দিরের (Kottai Easwaran Temple) কাছে বিস্ফোরণ ঘটে ৷ গাড়িতে রাখা সিলিন্ডার থেকেই বিস্ফোরণ বলে জানা গিয়েছে ৷ বিস্ফোরণের আগুনে সম্পূর্ণ পুড়ে যায় জামিশার দেহ ৷ পরে পুলিশ অন্য উপায়ে দেহ সনাক্ত করে ৷
পুলিশের একটি সূত্র থেকে তখন জানা গিয়েছিল, এনআইএ (NIA) ওই যুবককে আগে জিজ্ঞাসাবাদ করেছিল ৷ তাঁর সঙ্গে আইসিস (ISIS) ও অন্যান্য মৌলবাদী সংগঠনের যোগ ছিল ৷ তাই বিস্ফোরণ আচমকাই হয়, নাকি পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে কি না, তখন বিষয়টি পুলিশ খতিয়ে দেখছিল ৷
কারণ, ঘটনাস্থল থেকে মারবেল গুলি ও পেরেকের টুকরো পাওয়া গিয়েছে ৷ তাছাড়া বিস্ফোরণে পটাশিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম পাউডার, সালফার ও চারকোল ব্যবহার করা হয়েছে ৷ তা দেখে এই ঘটনাকে পরিকল্পনামাফিক বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছিলেন গোয়েন্দাদের একাংশ ৷ প্রাথমিক তদন্ত সেই দিকেই ইঙ্গিত করছে বলে তদন্তকারীদের অনুমান ৷