পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বোমাতঙ্ক বেঙ্গালুরুর রাজভবনে, এনআইএ কন্ট্রোলরুমে গভীর রাতে এল ফোন - বোমাতঙ্ক

Bomb threat to Bengaluru Raj Bhavan: গভীর রাতে এনআইএ কন্ট্রোলরুমে ফোন করে বেঙ্গালুরুর রাজভবনে বোমা আছে বলে দাবি করে এক ব্যক্তি ৷ এর পরই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

Bomb threat to Bengaluru Raj Bhavan
বেঙ্গালুরু রাজভবনে বোমাতঙ্ক

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 12:19 PM IST

Updated : Dec 12, 2023, 12:30 PM IST

বেঙ্গালুরু, 12 ডিসেম্বর: ফের বোমাতঙ্ক বেঙ্গালুরুতে ৷ রাজভবনে বোমা রাখা আছে বলে এল হুমকি ফোন ৷ দিনকয়েক আগেই স্কুলে বোমা রাখার উড়ো খবরে আতঙ্ক ছড়িয়েছিল ৷

সোমবার রাতে এক ব্যক্তি এনআইএ কন্ট্রোলরুমে ফোন করে দাবি করেন যে, বেঙ্গালুরুর রাজভবনে বোমা রাখা আছে ৷ সঙ্গে সঙ্গে এই খবর বেঙ্গালুরু পুলিশকে জানায় এনআইএ ৷ রাতেই রাজভবনে পৌঁছে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও বিশাল পুলিশ বাহিনী ৷ ছড়িয়ে পড়ে আতঙ্ক ৷ যদিও চিরুনি তল্লাশি চালিয়েও কোনও বোমা রাজভবনে পাওয়া যায়নি ৷

গত 1 ডিসেম্বর সমগ্র রাজ্যের স্কুলগুলিতে বোমা রয়েছে বলে হুমকি ইমেল এসেছিল ৷ সেই মামলাটি এখনও তদন্তাধীন ৷ এই অবস্থায় ফের বোমাতঙ্ক ছড়াল বেঙ্গালুরুতে ৷ গভীর রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এনআইএ কন্ট্রোলরুমে ফোন করে দাবি করেন, রাজভবনে বোমা রাখা আছে । রাত 11.30 নাগাদ ফোন করে তিনি বলেন, রাজভবনে তিনি বোমা রেখে এসেছেন ৷ সঙ্গে সঙ্গে এনআইএ কন্ট্রোল রুমের কর্মীরা বেঙ্গালুরু পুলিশকে ফোন করে সতর্ক করেন ৷ বেঙ্গালুরু সিটি পুলিশ বম্ব ডিসপোজাল নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় ৷ শুরু হয় তল্লাশি ৷ দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পরও কোনও বোমা পাওয়া যায়নি ।

পরে পুলিশ জানায় যে, উড়ো ফোনে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল ৷ বিধান সৌধ থানার পুলিশ এনআইএ কন্ট্রোল রুমের কর্মীদের কাছ থেকে নম্বর পেয়ে অভিযুক্তদের ফাঁদে ফেলার চেষ্টায় রয়েছে । এই ঘটনায় বিধান সৌধ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করেছে । এই ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি ।

গত 1 ডিসেম্বর কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু ও গ্রামীণ জেলাগুলির 60টি স্কুলে বোমা রাখা আছে বলে দাবি করে ভুয়ো ইমেল আসে ৷ এ ব্যাপারে পুলিশ সংশ্লিষ্ট থানাগুলিতে মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে । অভিযুক্তদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে । পুলিশ ইতিমধ্যে সার্ভার প্রদানকারীদের কাছে চিঠি লিখে তথ্য চেয়েছে । এর আগে, তদন্তের দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ গুগলকে চিঠি লিখেছিল এবং তাদের অভিযুক্তদের ইমেল রেজিস্ট্রেশন, লগইন আইপি তথ্য, ইমেল ড্রাফ্ট তথ্য, ফোল্ডার পাঠানো এবং ইমেল চ্যাটের ইতিহাস-সহ অন্যান্য তথ্য সরবরাহ করতে বলা হয়েছিল ।

আরও পড়ুন:

  1. বেঙ্গালুরুতে 44টি স্কুলে বোমাতঙ্ক ! নিরাপদে সরানো হল পড়ুয়াদের
  2. কেরালার সচিবালয়ে বোমাতঙ্ক, চলছে তল্লাশি অভিযান
  3. পুনরায় চাকরিতে যোগদানের প্রস্তাব নাকচ, প্রাক্তন কর্মচারীর হুমকি ফোনে টিসিএসে বোমাতঙ্ক
Last Updated : Dec 12, 2023, 12:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details