বেঙ্গালুরু, 12 জুন: ডাচ ভ্লগার ও ইউটিউবার পেট্রো মোটাকে হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কর্ণাটকের পুলিশ ৷ ধৃতের নাম নবাব হায়াত শরিফ ৷
নেদারল্যান্ডস থেকে আসা এই ভ্লগার মাস দুয়েক ধরে কর্ণাটকের বিভিন্ন জায়গায় ঘুরছেন ৷ অভিযোগ, বেঙ্গালুরুর 'চোর বাজার'-এ বিক্রেতাদের জীবন ও কাজকর্ম নিয়ে ভিডিয়ো বানানোর সময় তাঁকে হেনস্তা নবাব হায়াত শরিফ ৷ সেই হেনস্তার ভিডিয়ো ক্যামেরাবন্দিও করেন পেড্রো৷ মুহূর্তের মধ্যে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় ৷ বিদেশি নাগরিকের সঙ্গে এমন ব্যবহারের সমালোচনায় সরব হন অনেকে ৷
মুদাসির আহমেদ নামে এক ব্যক্তি এই ঘটনাটি টুইট করেন ৷ বেঙ্গালুরু নগর পুলিশ সেই টুইটটি রিটুইট করেন ৷ সেই টুইটে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিপি পশ্চিম বিভাগের নজরে আনা হয় । এর পর পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে ৷ তার পর গ্রেফতার করা হয় নবাব হায়াত শরিফকে ৷