মুম্বই, 25 এপ্রিল: মহিলাদের মধ্যে কোভিড-19-এর বিরুদ্ধে লড়ার প্রয়োজনীয় অ্যান্টিবডি পুরুষদের তুলনায় বেশি ৷ সেরো সার্ভে-র রিপোর্টে পাওয়া এই তথ্য শনিবার প্রকাশ করেছে মহারাষ্ট্রের বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন ৷
মুম্বই-সহ সমগ্র মহারাষ্ট্রে বাড়তে থাকা সংক্রমণকে আটকানোর জন্য জরুরি সেরো সার্ভে পরীক্ষা করে বৃহন্মুম্বই কর্পোরেশন এই বছর মার্চে ৷
বাইরে থেকে ভাইরাস জাতীয় কোনো উপাদান শরীরে প্রবেশ করলে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা অনুযায়ী ওই বহিরাগত উপাদানের ছড়িয়ে পড়া রুখতে স্বাভাবিক ভাবেই ইমিউনোগ্লোবিউলিন-জি (আইজিএম) তৈরি হয়ে থাকে ৷ সেরো সার্ভে পরীক্ষায় একজনের রক্তে এই আইজিএম-এর মান নির্ণয় করা যায় ৷ এর ফলে সেই নাগরিক আগে সংক্রামিত হয়েছিল কি না আর তা থেকে পুরোপুরি সুস্থ হয়েছে কি না, তা জানা সম্ভব ৷
"আনলিঙ্কড অ্যানোনিমাস স্যাম্পলিং মেথড" অনুযায়ী করা এই পরীক্ষায় ভ্যাকসিনেশন হয়নি এমন নাগরিকদের রক্তের নমুনা সংগ্রহ করা হয় ৷ বিএমসি-র তরফে জানানো হয়েছে গত বছর জুলাই আর অগস্টেও একই রকম পরীক্ষা করেছিল ৷
শনিবার প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, যে সব জায়গায় বস্তি নেই, সেখানে সেরো পজিটিভিটি বাড়ছে, আর বস্তি অঞ্চলে এটা কমছে ৷ এর মানে বর্তমানে যে বিশাল সংখ্যক মানুষ কোভিড-19 সংক্রামিত হয়েছেন, তাঁরা আগের কারওর থেকে সংক্রামিত হয়েছেন ৷