নয়াদিল্লি, 5 ডিসেম্বর: 2022 সালের মেগা রাজনৈতিক ডুয়েল শেষ ৷ এবার অপেক্ষা ফলাফলের ৷ যা পাওয়া যাবে আগামী বৃহস্পতিবার ৷ কিন্তু তার আগে বুথ ফেরত সমীক্ষায় (Exit Poll) যে পূর্বাভাস দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট যে গুজরাত (Gujarat) ও হিমাচল প্রদেশে (Himachal Pradesh) এখনও অটুট মোদি ম্যাজিক ৷
বিভিন্ন সংস্থার তরফে করা ওই সমীক্ষাগুলির দাবি, গুজরাতে সপ্তমবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে বিজেপি ৷ আর হিমাচল প্রদেশে প্রথা ভেঙে আবারও ক্ষমতায় ফিরতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) দল ৷ এতদিন ওই রাজ্যে কোনওদলই পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকেনি ৷ আর এদিনের বুথ ফেরত সমীক্ষা মিলে গেলে বলতেই হবে যে রেকর্ড গড়ল বিজেপি (BJP) ৷
অন্যদিকে গুজরাতে নজর ছিল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টির (AAP) দিকে ৷ কংগ্রেসকে (Congress) কি তারা পিছনে ফেলতে পারবে ? বুথ ফেরত সমীক্ষার উত্তর, গুজরাতে কোনও প্রভাবই ফেলতে পারবে না আপ ৷ সম্ভবত ভোট কেটে তারা বিজেপিকে আরও আসন জয়ের পথ করে দিতে চলেছে ৷
এবার একনজরে দেখে নেওয়া যাক, কাদের বুথ ফেরত সমীক্ষায় কী ফল দেখানো হচ্ছে ?