পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Acid Attack in India: তিন বছরে 386টি অ্যাসিড হামলার শিকার মহিলারা, লোকসভায় জানাল কেন্দ্র - ভারতে অ্যাসিড হামলার পরিসংখ্যান

কেন্দ্রের তথ্য অনুযায়ী, অ্যাসিড হামলার ঘটনায় 2018 থেকে 2020 সালের মধ্যে 62 জন দোষী সাব্যস্ত হয়েছেন ৷ অ্যাসিডের বিক্রি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রের তরফে প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকা পাঠানো হয়েছে (Acid Attack in India) ৷

Etv BharatAcid Attack in India
Etv Bharat তিন বছরে 386টি অ্যাসিড হামলার ঘটনা মহিলাদের উপর

By

Published : Aug 2, 2022, 7:42 PM IST

নয়াদিল্লি, 2 অগস্ট: 2018 থেকে 2020, এই তিন বছরে দেশে 386টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে ৷ দোষী ব্যস্ত হয়েছেন 62 জন ৷ লোকসভায় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয়কুমার মিশ্র এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন (386 cases of acid attacks on women registered in 3 years in country) ৷

এদিন লোকসভায় মন্ত্রী জানান,"ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, 2018, 2019 ও 2020 সালে যথাক্রমে 131, 150 ও 105টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে মহিলাদের উপর ৷ দোষী সাব্যস্ত হয়েছে 62 জন ৷"

আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

অ্যাসিডের বিক্রি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রের তরফে প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশিকা পাঠানো হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন ৷ গত বছর 12 অগস্ট এই সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details