গোয়ালিয়র, 12 ডিসেম্বর:অনুমতি ছাড়াই বিচারপতির গাড়ি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হাসপাতালে নিয়ে ছাত্ররা ৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দুই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ । এর প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অন্যান্য সদস্যরা পাড়ব থানায় তোলপাড় সৃষ্টি করল সোমবার গভীর রাতে ৷ তাঁদের দাবি, সহকর্মীরা কারও জীবন বাঁচাতে এই পদক্ষেপ নিয়েছিল ৷ তবুও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে । ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ৷
জানা গিয়েছে, শিবপুরীর পিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জিত সিং দিল্লি থেকে ঝাঁসি যাওয়ার ট্রেনে উঠেছিলেন । পথে তাঁর স্বাস্থ্যের অবনতি হয় ৷ ছাত্ররা তাঁকে গোয়ালিয়র রেলস্টেশনে নামান ৷ তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও সেখানে অ্যাম্বুলেন্স ও অন্যান্য কোনও গাড়ি মেলেনি ৷ উপায় না পেয়ে ছাত্ররা স্টেশনের বাইরে দাঁড় করানো গাড়িতে তুলে নিয়ে উপাচার্যকে হাসপাতালে যান ৷ গাড়িটি হাইকোর্টের বিচারপতির ছিল ৷ গাড়ির চালক পুলিশকে বিষয়টি সম্পর্কে জানান ৷ পুলিশ জয়া রোগ হাসপাতালের বাইরে থেকে গাড়িটি উদ্ধার করে এবং এই ঘটনায় পুলিশ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দায়ের করে ।