ভাগলপুর(বিহার), 18 এপ্রিল: যত কাণ্ড বিহারে ৷ পটনার পর এবার ভাগলপুর রেলস্টেশনের একটি টিভির পর্দায় ভেসে উঠল গালিগালাজ । সোমবার রাত দশটা নাগাদ এই ঘটনা ঘটে ৷ প্রায় 15 মিনিট ধরে স্ক্রল হয় লেখাটি ৷ যা দেখে প্রথমে হতবাক হয়ে যায় সেখানে থাকা মানুষজন ৷ এরপর উপস্থিত লোকজন ভিডিয়োটি দেখে তামাশা করতে থাকেন । কেউ কেউ ওই লেখাটি সম্প্রচারের ভিডিয়ো করেন এবং তা দিয়ে দেয় সোশাল মিডিয়ায় ৷ আর এরপরেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে । তবে ঘটনার খবর পেয়ে এসডিও ধনঞ্জয় কুমার, ডিএসপি অজয় কুমার চৌধুরি ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন ।
ভাগলপুরের এলইডি স্ক্রিনে অশালীন ভাষা:মার্চ মাসে পটনা জংশনের ডিজিটাল বিজ্ঞাপনের বোর্ডে হঠাৎ পর্নোগ্রাফি চলতে শুরু করেছিল ৷ সেই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশে ৷ তারপর এখন ভাগলপুরের স্টেশন চকে টিভি স্ক্রিনে গালিগালাজ সম্প্রচারের এই বিষয়টি সামনে এসেছে । ডিএসপি জানান, প্রযুক্তিগত কারণে এমন ঘটনা প্রতিনিয়ত সামনে আসছে । তবে বিষয়টি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত কর্মকর্তারা তদন্ত দলকে ডেকেছেন । ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে জেলা প্রশাসন তড়িঘড়ি করে তদন্ত শুরু করেছে ।