নয়াদিল্লি, 3 মার্চ: দেশে জরুরি অবস্থা জারি নিয়ে বারবার বিজেপির সমালোচনার মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে । প্রশ্ন উঠেছে প্রয়াত তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির এই সিদ্ধান্ত নিয়ে । সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা স্বীকার করে নিলেন ইন্দিরা-পৌত্র তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ।
1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত 21 মাসেরও বেশি সময় দেশে জরুরি অবস্থা জারি করে রেখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি । সেই সিদ্ধান্ত একেবারেই ভুল ছিল বলে মেনে নিলেন রাহুল । মঙ্গলবার প্রখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে আলাপচারিতায় রাগা বলেন, ''আমি মনে করি ওটা একটা ভুল ছিল । অবশ্যই ওটা ভুল । আর আমার ঠাকুমা (ইন্দিরা গান্ধি) এ নিয়ে অনেক বলেছেন । কিন্তু কোনও অবস্থাতেই ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেনি কংগ্রেস...সত্যি কথা বলতে কী, সেই দক্ষতাও ছিল না তাদের । আমাদের নীতি সেই কাজে সম্মতি দেয় না ।''
জরুরি অবস্থার সময় বিজেপির যে নেতাদের জেলবন্দি করা হয়েছিল, তাঁরা বারবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেসের সমালোচনায় মুখর হয়েছেন । সেই সময় মানুষের বাক-স্বাধীনতার অধিকার খর্ব করা হয় এবং সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় বলে অভিযোগ ওঠে । গত বছর জুন মাসে ধারাবাহিক টুইট আক্রমণে এ বিষয়ে কংগ্রেসকে একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । তিনি বলেন, একটি পরিবার ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি গোটা দেশকে জেলবন্দি করেছে ।