চেন্নাই, 13 নভেম্বর: উৎসবের আবহে বরাবরই মদের বিক্রি বরাবরই বৃদ্ধি পায় ৷ এবার দীপাবলিতেও তার ব্যতিক্রম হল না ৷ চলতি বছর দীপাবলি এবং দীপাবলির আগের দিন তামিলনাড়ুতে মদের বিক্রি বেড়েছে । দু’দিনে সব মিলিয়ে প্রায় সাড়ে 400 কোটি টাকার মদ বিক্রি হয়েছে । প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে যে শুধুমাত্র মাদুরাইতেই সর্বোচ্চ 104.70 কোটি টাকার মদ বিক্রি হয়েছে । চেন্নাইতেও 100 কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে ৷
দীপাবলির আগের দিন অর্থাৎ 11 নভেম্বর তামিলনাড়ুতে মদ বিক্রি হয় 220.85 কোটি টাকার ৷ গতকাল রবিবার (12 নভেম্বর) দীপাবলির দিন 246.78 কোটি টাকার মদ বিক্রি হয়েছে । এই দুই দিনে সব মিলিয়ে 467.15 কোটি টাকার মদ বিক্রি হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে ।
এর মধ্যে 11 নভেম্বর চেন্নাইতে 48 কোটি টাকার, ত্রিচিতে 40.02 কোটি টাকার, সালেমে 39.78 কোটি টাকার, মাদুরাইতে 52.73 কোটি টাকার এবং কোয়েম্বাটোরে 40.20 কোটি টাকার মদ বিক্রি হয়েছে ৷ সব মিলিয়ে মোট 220.85 কোটি টাকার মদ বিক্রি হয়েছে ।