পুনে, 13 জুলাই : করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে । এরই মধ্যে নতুন করে আশঙ্কা দানা বাঁধছে তৃতীয় ঢেউ নিয়ে । বন্ধ রয়েছে স্কুল-কলেজ । তবে মহারাষ্ট্রের বেশিরভাগ অভিভাবক-অভিভাবিকারাই চাইছেন স্কুল আবার খুলে যাক । সম্প্রতি মহারাষ্ট্র কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (SCERT) একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের 85 শতাংশ অভিভাবক ও অভিভাবিকারাই স্কুল খোলার পক্ষে মত দিয়েছেন ।
স্কুল খোলার পক্ষে যে মত এসেছে, তার বেশিরভাগই গ্রামীণ এলাকাগুলি থেকে । বিশেষ করে যেসব এলাকায় অনলাইন ক্লাসের সুবিধা সেই অর্থে পাওয়া যায় না, সেখানকার অভিভাবকরাই বেশি করে চাইছেন, স্কুল খুলে যাক । অনলাইন এই সমীক্ষায় মোট 2 লাখ 69 হাজার 116 জন অভিভাবক অংশ নিয়েছিলেন । তাঁদের মধ্যে 1 লাখ 24 হাজার 16 জন অভিভাবকই গ্রামীণ এলাকার ।