পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্কুল খুলুক, চাইছেন মহারাষ্ট্রের 85 শতাংশ অভিভাবক - মহারাষ্ট্রের স্কুল

বিশেষ করে যেসব এলাকায় অনলাইন ক্লাসের সুবিধা সেই অর্থে পাওয়া যায় না, সেখানকার অভিভাবকরাই বেশি করে চাইছেন, স্কুল খুলে যাক ।

Maharashtra schools to reopen
ছবি

By

Published : Jul 13, 2021, 12:14 PM IST

পুনে, 13 জুলাই : করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে । এরই মধ্যে নতুন করে আশঙ্কা দানা বাঁধছে তৃতীয় ঢেউ নিয়ে । বন্ধ রয়েছে স্কুল-কলেজ । তবে মহারাষ্ট্রের বেশিরভাগ অভিভাবক-অভিভাবিকারাই চাইছেন স্কুল আবার খুলে যাক । সম্প্রতি মহারাষ্ট্র কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (SCERT) একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রাজ্যের 85 শতাংশ অভিভাবক ও অভিভাবিকারাই স্কুল খোলার পক্ষে মত দিয়েছেন ।

স্কুল খোলার পক্ষে যে মত এসেছে, তার বেশিরভাগই গ্রামীণ এলাকাগুলি থেকে । বিশেষ করে যেসব এলাকায় অনলাইন ক্লাসের সুবিধা সেই অর্থে পাওয়া যায় না, সেখানকার অভিভাবকরাই বেশি করে চাইছেন, স্কুল খুলে যাক । অনলাইন এই সমীক্ষায় মোট 2 লাখ 69 হাজার 116 জন অভিভাবক অংশ নিয়েছিলেন । তাঁদের মধ্যে 1 লাখ 24 হাজার 16 জন অভিভাবকই গ্রামীণ এলাকার ।

মহারাষ্ট্র সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেসব জায়গায় এক মাসের মধ্যে কোনও করোনার সংক্রমণ নেই, সেইসব জায়গায় স্কুল খুলে দেওয়া হবে । এই ধরনের জায়গাগুলিতে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্বাভাবিক পঠনপাঠন প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার ।

সমীক্ষা অনুযায়ী, বেশিরভাগ অভিভাবকরাই চাইছেন যাতে স্কুলগুলিতে স্বাভাবিক পঠনপাঠন শুরু হয় । এখন দেখার, শেষ পর্যন্ত মহারাষ্ট্র সরকার কী সিদ্ধান্ত নেয় ।

ABOUT THE AUTHOR

...view details