নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: দলীয় নেতৃত্বের একাংশকে বার্তা দিতে এবার সরব হলেন প্রবীণ কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি (Abhishek Manu Singhvi) ৷ সংশ্লিষ্ট নেতাদের প্রতি তাঁর আবেদন, যাঁরা কংগ্রেসের সাংগঠনিক শীর্ষ পদ, অর্থাৎ সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি পদের নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিচ্ছেন, সেই দলীয় সহকর্মীদের উদ্দেশে বিভিন্ন ধরনের মন্তব্য করা বন্ধ হোক ৷ কংগ্রেস একটি মুক্ত চিন্তার গণতান্ত্রিক দল ৷ সেই প্রতিষ্ঠাকে অক্ষুণ্ণ রাখা হোক ৷ এর আগে একই সুর শোনা গিয়েছিল দলের আর এক প্রবীণ নেতা জয়রাম রমেশের (Jairam Ramesh) গলাতেও ৷
শনিবার এই প্রসঙ্গে অভিষেক বলেন, "আমি জয়রাম রমেশের বক্তব্য সম্পূর্ণ সমর্থন করি ৷ যাঁরা কংগ্রেসের সভাপতি পদে বসার জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের সম্পর্কে কোনও ধরনের মন্তব্য করা উচিত নয় ৷ আমাদের দল মুক্ত চিন্তাধারা এবং পূর্ণ গণতন্ত্রে বিশ্বাসী ৷ আমরা এই আদর্শকে আগেই প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি ৷ তা অক্ষুণ্ণ রাখতে হবে ৷" প্রসঙ্গত, কংগ্রেসের সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন শশী থারুর (Shashi Tharoor) ৷ বিষয়টি স্পষ্ট হওয়ার পরই এ নিয়ে শশীকে কটাক্ষ করেছিলেন দলের নেতা গৌরব বল্লভ (Gourav Vallabh) ৷ জয়রাম তাঁর এই আচরণের প্রতিবাদ জানান ৷ এবার একই পথে হাঁটলেন অভিষেক মনু সিংভিও ৷