নয়াদিল্লি, 11 অক্টোবর : দিল্লি হাইকোর্টে (Delhi High Court) স্বস্তি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের (Rujira Banerjee) ৷ আদালতের নির্দেশ, কয়লা পাচার কাণ্ডে শুনানির জন্য রুজিরাকে ইডি-র (Enforcement Directorate) সমনে দিল্লির নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতে হবে না ৷
আরও পড়ুন :Rujira Banerjee : দিল্লি হাইকোর্টে 12 অক্টোবর সশরীরে হাজিরা দেবেন রুজিরা, জানালেন আইনজীবী
পশ্চিমবঙ্গের কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) নাম জড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা, কর্মীর ৷ সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর স্ত্রী রুজিরাও ৷ ইতিমধ্যেই ইডি-র ডাকে দিল্লিতে এসে জেরার মুখোমুখি হয়েছেন অভিষেক ৷ অন্যদিকে, তাঁর স্ত্রী রুজিরাকেও সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাদের নির্দেশ ছিল, দিল্লির একটি আদালতে শুনানির জন্য সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে রুজিরাকে ৷ সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের স্ত্রী ৷