কলকাতা, 19 জুলাই : তৃতীয় বার ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এক্ষেত্রে তাঁর প্রধান পুরোধা অবশ্যই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রচেষ্টাতেই প্রতিবেশী বাঙালি রাজ্য ত্রিপুরাতেও তৃণমূল কংগ্রেসের বিস্তার কর্মসূচি নতুন মাত্রা পেতে চলেছে । সেই কর্মসূচির অংশ হিসেবে এবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ জানিয়েছিলেন, 2024 লোকসভায় তৃণমূলের লক্ষ্য 543টি আসন ৷ ভিন রাজ্যে যেখানেই প্রার্থী দেওয়া হবে ভোটে জেতার জন্যই দেওয়া হবে । সেই কথা মাথায় রেখেই আগামী মাসে অর্থাত্ অগস্টের শুরুতেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
করোনার কারণে তৃণমূলের শহিদ দিবসের ভাষণ এবার ভার্চুয়ালি দেশের বিভিন্ন প্রান্তে শোনানো ও দেখানো হবে । এই প্রথমবার উত্তরপ্রদেশ, গুজরাত, অসম, বিহার এমনকি দিল্লিতে তৃণমূলের একুশে কর্মসূচির সম্প্রচার সরাসরি পৌঁছে যাবে মানুষের দরজায় । আর সেই সম্প্রচারের বড় দায়িত্বে রয়েছেন অভিষেক নিজেই । একইভাবে এবার ত্রিপুরাতেও প্রতিটি বুথে একুশে জুলাইয়ের কর্মসূচি পালন করা হবে । সূত্রে খবর, একুশে জুলাইকে সামনে রেখে ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বাড়াতে চাইছে তৃণমূল । আর তাই বাংলার মতো করেই সেখানেও তৃণমূল কর্মী সমর্থকরা সকালে পার্টি অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে একুশে জুলাই পালন করবেন । দলের তরফে যে খবর পাওয়া যাচ্ছে তাতে, গোটা দেশের মধ্যে ত্রিপুরাতেই সবচেয়ে বেশি জায়গায় পালিত হবে শহিদ দিবস ৷