নয়াদিল্লি, 17 মে:অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Abhishek to be interrogated in Kolkata)৷ তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করা ও সংস্থার আধিকারিকরা যখন বাংলায় থাকবেন, তখন তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছে বিচারপতি ইউইউ ললিতের ডিভিশন বেঞ্চ । (Abhishek Banerjee will be interrogated by ED in Kolkata)৷
বেআইনি আর্থিক লেনদেন ও কয়লা পাচার মামলায় (money laundering and illegal coal mining) দিল্লিতে ইডি-র সদর দফতরের বদলে তাঁর নিজের রাজ্যেই তাঁকে ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করুক ইডি ৷ এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ ছিল যে, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য বারবার দিল্লিতে ডেকে হেনস্থা করা হচ্ছে ৷ অভিষেকের আর্জিকে মান্যতা দিয়ে শীর্ষ আদালত বলেছে, কলকাতাতেই অভিষেক ও রুজিরাকে জেরা করতে পারে ইডি ৷ তবে সেই কাজে যদি তারা পশ্চিমবঙ্গের সরকারের দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তবে ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে জানিয়েছে আদালত ৷
সমনে সাড়া না দেওয়ার অভিযোগে কয়লাকাণ্ডে অভিযুক্ত অভিষেক-পত্নী রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য ওয়ারেন্ট জারি করেছে দিল্লির আদালত ৷ সেই পরোয়ানায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট ৷ রুজিরাকে দিল্লিতে তলব করায় তিনি জানিয়েছিলেন যে, দুই সন্তানকে ফেলে দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় ৷ এরপরেও ইডি তাঁকে ফের তলব করলে গত মার্চ মাসে অভিষেক দিল্লিতে গিয়ে হাজিরা দেন, কিন্তু রুজিরা যাননি ৷ এর আগে কলকাতাতে এসে অভিষেক ও রুজিরাকে জেরা করেছে ইডি ৷