শিলং (মেঘালয়), 24 জানুয়ারি: পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের মতো করেই মেঘালয়েও 10টি অঙ্গীকারকে সামনে রেখে বিধানসভা ভোটের জন্য ঝাঁপাতে চাইছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । মঙ্গলবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে সাংবাদিকদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সেখান থেকেই ওই রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য অঙ্গীকার পত্র প্রকাশ করলেন তিনি । একুশের বিধানসভা নির্বাচনে যেমন 10টি প্রধান ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস লড়াই করেছে, এখানেও বাংলার শাসকদলের মূল ভরসা সেই 10টি অঙ্গীকার ।
এদিন সাংবাদিক সম্মেলনে অভিষেক বলেন, ‘‘নির্বাচনের আগে ভোটপাখি হয়ে আপনাদের রাজ্যে ভোট চাইতে আসছে না তৃণমূল । কেউ কেউ আমাদের বলেন বহিরাগত । কিন্তু গত এক দেড় বছর আপনাদের পাশে থেকে মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই করেছি । সেই লড়াইয়ের ভিত্তিতে আপনাদের দরজায় যাচ্ছি আমরা । নির্বাচনের সময় আসা, তারপর নির্বাচন চলে গেলে ভুলে যাওয়া এমন ইতিহাস তৃণমূল কংগ্রেসের নেই ।’’
তিনি আরও বলেন, ‘‘অধিকাংশ ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলিকে দেখা যায় নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবে রাখে না । তৃণমূল সেই রকম দল নয়, আর সেই কারণেই মেঘালয়ের মানুষকে কোনও প্রতিশ্রুতি দিতে চাইছি না আমরা । বরং আমরা দলের ইস্তেহারকে অঙ্গীকার পত্র লিখছি একটাই কারণে । আমরা এই 10 অঙ্গীকার নিয়ে মানুষের দরজায় যাচ্ছি । নির্বাচনে জেতার পর এই অঙ্গীকার পূরণই হবে তৃণমূল কংগ্রেসের সরকারের প্রধান কাজ ।’’
প্রথম অঙ্গীকারে বলা হয়েছে, মেঘালয়ের অর্থনীতির (Meghalaya Economy) হাল ফেরানোই মেঘের দেশে তৃণমূলের প্রথম অঙ্গীকার । এক্ষেত্রে আগামী পাঁচ বছরের মেঘালয়ের অর্থনীতিকে ডবল ডিজিট ইকোনমিতে পৌঁছে দেওয়াই লক্ষ্য । ক্ষমতায় এলে প্রতিবছরে চার হাজার নতুন ক্ষুদ্র মাঝারি এবং কুটির শিল্প স্থাপন করা হবে । একই সঙ্গে সেখানে খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে, তাকে বিজ্ঞানসম্মত ও লাভজনক উপায়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে ৷