কলকাতা, 15 নভেম্বর:গুজরাত বিধানসভা নির্বাচন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) টুইট খোঁচা জেপি নাড্ডাকে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করায় বিজেপি সর্বভারতীয় সভাপতিকে পুতুল বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Slams Amit Shah)।
প্রসঙ্গত গুজরাত বিধানসভা নির্বাচনে (Gujarat CM candidate) তৃণমূল কংগ্রেস অংশগ্রহণ না করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যকে সামনে রেখেই সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের প্রাসঙ্গিকতা তুলে ধরতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল । আর তাই রাজনৈতিক বাগযুদ্ধে কোনওভাবেই পিছু হঠছে না এ রাজ্যের শাসক দল ।
এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন ক্ষমতায় ফিরলে ভূপেন্দ্র প্যাটেলই বসবেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে । মঙ্গলবার এই নিয়েই কেন্দ্রের শাসক দলকে খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি টুইটে লিখেছেন, অমিত শাহ গুজরাতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করছেন । নীরব পুতুল নাড্ডা । দলে যাদের গণতন্ত্র নেই । তাদের নিশ্চয়ই দেশের গণতন্ত্রে বিশ্বাস থাকবে না ।
আরও পড়ুন:এবার কি পায়ে ধরতে হবে, একশো দিনের কাজের টাকা নিয়ে মোদিকে তোপ মমতার
সাম্প্রতিক সময়ে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ । কখনও তাঁর পুত্র জয় শাহকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিয়েছেন অভিষেক । কখনও আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর শাহকে নিশানা করেছেন তিনি । তবে এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের মূল প্রেক্ষাপট ছিল গুজরাতের বিধানসভা নির্বাচন । এ দিনের টুইট বার্তার মাধ্যমে তিনি আরও একবার তুলে ধরার চেষ্টা করলেন যে, অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরে যাওয়ার পরেও দলে এখনও তিনিই বস । আর এ ক্ষেত্রে বর্তমান সর্বভারতীয় সভাপতি তাঁর হাতের পুতুল মাত্র ।