পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Abhishek Banerjee in Guwahati : সিএএ প্রশ্নে অমিত শাহের দ্বিচারিতা নিয়ে সরব অভিষেক - Abhishek Banerjee slams Amit Shah in Guwahati

অসম সফরে গিয়ে অমিত শাহকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Assam Visit) ৷ বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকত্ব আইন নিয়ে দ্বিচারিতা করছেন ৷

Abhishek Banerjee in Assam
সিএএ প্রশ্নে অমিত শাহের দ্বিচারিতা নিয়ে সরব অভিষেক

By

Published : May 11, 2022, 8:52 PM IST

কলকাতা, 11 মে : সাম্প্রতিক বাংলা এবং অসম সফরে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন দ্বিচারিতা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বুধবার অসমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee slams Amit Shah in Guwahati) । সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরে শিলিগুড়িতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গিয়েছিলেন, 'তৃণমূল কংগ্রেস সিএএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে । বলছে সিএএ আর লাগু হবে না । আমি আজ চলে যাচ্ছি করোনার ঢেউ চলে গেলেই সিএএ লাগু করা হবে ।' আশ্চর্যের বিষয় বাংলায় দাঁড়িয়ে এসব কথা বললেও অসমে এই নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । খুব স্বাভাবিক ভাবেই সে কারণেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলা হয়েছে । এদিন তাই শোনা গেল অভিষেকের গলাতেও (Abhishek Banerjee in Assam) ৷

এদিন অসমে সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, "অসমে এনিয়ে একরকম কথা বলছেন, আবার বাংলায় গেলে অন্য কথা বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । এনিয়ে ওঁকে প্রশ্ন করা উচিত । বিজেপি এরকমই রাজনীতি করে । দেশের মানুষ দেখেছেন, সিএএ নিয়ে বিজেপি কী ধরনের রাজনীতি করছে । সিএএ বিল 2019 সালের ডিসেম্বরে লোকসভায় পাস হয়েছিল । এক মাসের মধ্যেই তা আইনে পরিণত হয় । কিন্তু সিএএ পাস হওয়ার পর বহুদিন কেটে গিয়েছে । এতদিন পরও তা লাগু হল না । শুধু বারবার এর জন্য সময় নেওয়া হচ্ছে । কেন্দ্র সম্ভবত শেষবার 10 অক্টোবর পর্যন্ত সময় নিয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় বলেছেন করোনা চলে গেলে সিএএ লাগু হবে । আর অসমে এসে সেই সিএএ নিয়ে কোনও কথাই বলেননি ৷ অর্থাৎ এই যে দ্বিচারিতা তা মানুষের কাছে স্পষ্ট ।"

এদিন সাংবাদিক সম্মেলন থেকে এনআরসি নিয়েও তৃণমূলের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিয়েছেন অভিষেক । বলেন, "প্রথম দিন থেকেই এনআরসি নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট । এটা অত্যন্ত বিপজ্জনক আইন । যাঁদের ভোটে তুমি মন্ত্রী হয়েছো তাঁদেরকেই তুমি কীভাবে দ্বিতীয় শ্রেণির নাগরিক বানাবে ? ওইসব নাগরিকদের ভোট যদি অবৈধ হয় তাহলে আপনার মন্ত্রী হওয়াও অবৈধ । এনআরসি-তে 19 লাখ লোকের নাম এখানে বাদ চলে গেল । যাঁরা এখানে কয়েক পুরুষ ধরে রয়েছেন তাঁদের এখান থেকে তাড়াবে ? বিজেপির নেতারা তাঁদের পুরানো কাগজ দেখাতে পারবেন ? অনুপ্রবেশকারীদের রুখতে হবে বিএসএফকে । এটা রাজ্য সরকারে কাজ নয়, কেন্দ্রের কাজ ।"

আরও পড়ুন : Abhishek Avoids Bengal CM Issue : মমতার পর তিনিই কি মুখ্যমন্ত্রী, অসম থেকে উত্তর দিলেন অভিষেক

অভিষেক আরও বলেন, "2013 সাল থেকে এনআরসির কথা হচ্ছে । যখন লিস্ট বের হল তখন দেখা গেল যাঁদের নাম লিস্টে থাকার কথা তাঁদের নাম নেই । আর যাঁদের নাম লিস্টে থাকারই কথা নয়, তাঁদের নাম রয়েছে লিস্টে । তাই এই লিস্টের কোনও ভিত্তি নেই । বিজেপির ভিতরেই এর বিরোধিতা রয়েছে । এই আইনকে গাজরের মতো ব্যবহার করা হচ্ছে । তিনি এও স্পষ্ট করে দিয়েছেন, তৃণমূল মনে করে যাঁরা ভোট দিয়েছেন তাঁরা সকলেই দেশের নাগরিক ।"

ABOUT THE AUTHOR

...view details