কলকাতা, 22 জুলাই : সংসদীয় রণকৌশল তৈরি করতে আজ, বৃহস্পতিবার দুপুরে দলের লোকসভা (Loksabha) ও রাজ্যসভার (Rajyasabha) সাংসদদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
গতকাল ছিল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শহিদ দিবস ৷ যে কর্মসূচির ভার্চুয়াল সম্প্রচার দেশজুড়ে হয়েছে ৷ সারা দেশ শুনেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাষণ ৷ তার পর ধন্যবাদ দিতে মঞ্চে উঠে সকলের কাছে রাজনৈতিক বার্তা দেন অভিষেকও ৷ তার পর রাতেই রাজধানীতে পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।
আরও পড়ুন :TMC Worker Killed : বিরাটিতে খুন তৃণমূল কর্মী, হাসপাতালে আটক এক দুষ্কৃতী
সূত্রের খবর, বাদল অধিবেশনে (Monsoon Session) সংসদীয় রণকৌশল তৈরি করতে দলের সাংসদদের নেতৃত্ব দিতেই এই বৈঠক । রাজ্যসভায় তৃণমূলের মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়ের বাসভবনেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছে । বৈঠকের পরে সুখেন্দুশেখর রায়ের বাড়িতে মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়েছে ।
জানা গিয়েছে, এই বৈঠকে সুদীপ বন্দ্যোপধ্যায়, ডেরেক ও'ব্রায়েন, সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, কাকলি ঘোষদস্তিদার, মহুয়া মৈত্র, শান্তনু সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন । পাশাপাশি ওই বৈঠকে উপস্থিত থাকবেন মুকুল রায় ও যশবন্ত সিনহাও । যদিও তাঁরা সাংসদ নন ।
সূত্রের খবর, মোদি সরকারের (Modi Government) বিরোধিতা করতে তৃণমূলের নয়া নীতি অল আউট অ্যাটাক । সেই নীতিকে সামনে রেখেই মোদি সরকার আগামীতে যে বিলগুলি আনতে চলেছে সেগুলির বিশ্লেষণ হবে । পাশাপাশি পেট্রল-ডিজেলের অগ্নিমূল্য, পেগাসাস-কাণ্ড, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা এবং কোভিড টিকা বণ্টনে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গের প্রতি একপেশে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে ।
আরও পড়ুন :ঘুঘুমারিতে তৃণমূল নেত্রীর উপর হামলা, বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে
2021-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election 2021) বিপুল ভোটে জয়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চব্বিশের লোকসভা ভোটের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন, সেক্ষেত্রে দিল্লিতে অভিষেকের এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।
প্রসঙ্গত, 26 জুলাই দিল্লি পৌঁছবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । পাঁচদিন রাজধানীতে থাকবেন তিনি । এই সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সঙ্গে দেখা করবেন ৷ একই সঙ্গে বৈঠক করবেন বিজেপি (BJP) বিরোধী দলগুলির নেতাদের সঙ্গে ৷
আরও পড়ুন :21 July-CPM : একুশে জুলাইয়ের মঞ্চে সিপিএমের সমালোচনা করতেই ভুলে গেলেন মমতা !
তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক বুঝিয়ে দিচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনকে (Loksabha Election) নজরে রেখে কেন্দ্রকে কোণঠাসা করতে মরিয়া তৃণমূল । গতকাল একুশের মঞ্চ থেকেও কখনও বিজেপি, আবার কখনও সরাসরি মোদি-শাহকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি মোদির বিরোধিতা করার জন্য বিজেপি বিরোধী অন্যান্য দলগুলিকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন ।