কলকাতা, 6 নভেম্বর:উৎসবের মরশুম শেষ ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ময়দানে নেমেছে শাসকদল ৷ তৃণমূল সুপ্রিমো নিজে বুধবার থেকে আবার জেলায় গিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন ৷ এরই মধ্যে ফের একবার ভিনরাজ্যে দলীয় সংগঠন বিস্তারে সক্রিয় হল শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC) ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে ত্রিপুরা এবং মেঘালয়ে (Meghalaya) দলকে শক্তিশালী করতে উদ্যোগী হল ঘাসফুল শিবির ৷ এখনও পর্যন্ত যা খবর, সেই অনুসারে, আগামী 17 নভেম্বর মেঘালয় যেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ মেঘালয়ে তিনি দলীয় বিধায়ক এবং প্রথম সারির রাজ্য নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন ৷
মেঘালয়ে কংগ্রেসকে ভাঙিয়ে শক্তিশালী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ 12 জন বিধায়ক কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলে ৷ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সেখানে প্রধান বিরোধী দল ৷ তৃণমূল সূত্রে খবর, এরপর মুকুল সংমার নেতৃত্বে দল সরকার গঠনের জন্য লড়াই করবে ৷ এই লড়াইকে আরও শক্তিশালী করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে মেঘালয় গিয়ে দলীয় সহকর্মীদের উদ্বুদ্ধ করবেন।
আরও পড়ুন:যাকে তাকে প্রার্থী করা চলবে না, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিধায়কদের নির্দেশ অভিষেকের
উল্লেখ্য, আগামী বছরই ত্রিপুরা এবং মেঘালয়ে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ এই বিধানসভা নির্বাচনে তৃণমূল যাতে বড় ফ্যাক্টর হতে পারে, তা নিশ্চিত করতেই সক্রিয় হয়েছেন অভিষেক ৷ কিছুদিন আগেই তিনি মেঘালয়ে গিয়ে সেখানকার রাজ্য কার্যালয় উদ্বোধন করে এসেছিলেন ৷ যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছিল ৷ এই বিষয়টি মাথায় রেখেই ফের মেঘালয় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক ৷
প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের দুই রাজ্য ত্রিপুরা ও মেঘালয়ে 60টি করে বিধানসভা আসন রয়েছে ৷ আগামী বছরের বিধানসভা নির্বাচনগুলিতে ভালো কিছু করে দেখাতে চায় তৃণমূল কংগ্রেস ৷ সেই কারণেই এই অঞ্চলের রাজ্যগুলিতে ধারাবাহিক সফরে যাবেন তৃণমূলের শীর্ষ নেতা-নেত্রীরা ৷ আগামী 17 নভেম্বর শিলং গিয়ে মুকুল সাংমা-সহ তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি স্থির করবেন অভিষেক ৷ পাশাপাশি তিনি ত্রিপুরাও যেতে পারেন ৷ তবে তাঁর ত্রিপুরা সফরের দিনক্ষণ নিয়ে দলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি ৷
যেহেতু ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচি চালানোর জন্য এ রাজ্য থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে ৷ এছাড়াও সুস্মিতা দেব এবং মানস ভুঁইঞাদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে সেখানে ইতিমধ্যেই তৃণমূল অনেক বেশি সক্রিয় ৷ তবুও নির্বাচনের আগে সেখানে যাবেন অভিষেক ৷ কারণ, সূত্রের দাবি, ভিনরাজ্য়ের নির্বাচনে অভিষকই সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ৷ দলীয় নেতৃত্বের তরফে অন্তত তেমনটাই বার্তা দেওয়া হয়েছে ৷