পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Abhishek Banerjee Tripura Rally: সিপিএমের দেখানো পথে হেঁটেই ত্রিপুরাকে ধ্বংস করছে বিজেপি, অভিযোগ অভিষেকের - Abhishek Banerjee

ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে একযোগে কংগ্রেস-সিপিএম-বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee in Tripura) ৷ 16 ফেব্রুয়ারি এখানে বিধানসভা নির্বাচন ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Feb 13, 2023, 10:19 PM IST

আগরতলা, 13 ফেব্রুয়ারি: ত্রিপুরায় নির্বাচনী প্রচারে গিয়ে ফের এই রাজ্যে ক্ষমতাসীন বিজেপি'কে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার সিপাহীজলা জেলার বক্সানগরে তৃণমূলের একটি জনসভায় যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) ৷ তিনি অভিযোগ করেন, ত্রিপুরাকে ধ্বংস করছে বিজেপি ৷ 25 বছর রাজ্যে ক্ষমতায় থাকালীন সিপিএম যে পথে হেঁটেছিল সেই পথেই পদ্ম শিবির হাঁটছে বলে অভিযোগ তাঁর (Tripura Assembly Election) ৷

তৃণমূলের এদিনের সভায় যাঁরা যোগ দেন, আসার পথে বিজেপি তাঁদের বাধা দেয় বলেও অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "যাঁরা আজ এই সভায় এসেছেন, তাঁদের ভয় দেখাতে পারে বিজেপি ৷ এই রাজ্যে তৃণমূল তার সংগঠন গড়ে তোলার পর থেকেই দলের নেতা-কর্মীরা আক্রমণের শিকার হচ্ছেন ৷ ভুয়ো মামলা দিয়ে ফাঁসানো হয়েছে তৃণমূল নেতাদের ৷"

আরও পড়ুন:'বাম-কংগ্রেস কোনওদিনই ত্রিপুরার উন্নতি চায়নি !' পড়শি রাজ্যে নির্বাচনী প্রচারে তোপ মোদির

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন,"ত্রিপুরার মানুষ কংগ্রেস, সিপিএম এর অপশাসন দেখেছে ৷ পরিবর্তনের আশায় তাঁরা গতবার বিজেপি'কে ভোট দিয়েছিলেন ৷ কিন্তু কোনও বদল হয়নি ৷ 25 বছরে এই রাজ্যকে ধ্বংস করেছিল সিপিএম ৷ আর গত 5 বছরে বিজেপি ত্রিপুরাকে উন্নয়ন থেকে দূরে সরিয়ে রেখেছে ৷ তৃণমূলের উপস্থিতির জন্যই বাধ্য হয়ে বিজেপি'কে তাঁদের মুখ্যমন্ত্রী বদলাতে হয়েছে ৷ এবার সরকার বদল হবে ৷"

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, শিক্ষা, স্বাস্থ্য, আইন-শৃঙ্খলা সবদিক থেকে পিছিয়ে রয়েছে ত্রিপুরা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে অভিষেক এদিন বলেন, "বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সব পূরণ করেছেন ৷ এখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছি ক্ষমতায় এলে তফসিলি জাতি, উপজাতির মহিলাদের 1200 টাকা করে ও বাকিদের 500 টাকা করে দেওয়া হবে ৷ দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বাংলার মতো এখানেও কৃষকদের বছরে 10 হাজার টাকা করে সাহায্য করা হবে ৷ বিজেপি এখানে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে পারেনি ৷ 10 হাজার 323 জন শিক্ষকের চাকরি গিয়েছে, তাঁদের মধ্যে 150 জন মারা গিয়েছেন ৷ 16 ফেব্রুয়ারি এই শিক্ষকরাই বিজেপি'কে ভালো শিক্ষা দেবে ৷"

ABOUT THE AUTHOR

...view details