শিলং (মেঘালয়), 22 ফেব্রুয়ারি: আগামী 27 ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Elections 2023) ৷ ফল প্রকাশিত হবে আগামী 2 মার্চ ৷ তার পরই উত্তর পূর্ব ভারতের (North East India) ওই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) সরকার প্রতিষ্ঠিত হবে ৷ বুধবার ওই রাজ্য়ের এক নির্বাচনী জনসভা থেকে এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷
এদিন তিনি বলেন, ‘‘পরিবর্তন এই রাজ্যে সময়ের অপেক্ষা ৷ পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে ৷ লক্ষ্মীর ভাণ্ডারের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে ৷’’ তিনি আরও জানান, সরকারে আসার একমাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হবে ৷ একই সঙ্গে তাঁর দাবি, ‘‘একবছর আগে যখন মেঘালয়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করি, তখন বলেছিলাম শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব ৷’’
মেঘালয় বিধানসভায় 60টি আসন ৷ এখানে সরকার তৈরি করতে গেলে প্রয়োজন হবে 31 জন বিধায়কের ৷ 2018 সালের বিধানসভা নির্বাচনের সময় ওই রাজ্যে তৃণমূলের কার্যত কোনও অস্তিত্বই ছিল না ৷ কিন্তু বছরখানেক আগে ওই রাজ্যের রাজনীতিতে পরিবর্তন হয় ৷ 2018 সালে যে মুকুল সাংমাকে সামনে রেখে বিধানসভা ভোটে লড়েছিল কংগ্রেস এবং একক বৃহত্তম দল হয়েছিল, সেই মুকুল সাংমা (Mukul Sangma) সদলবলে তৃণমূলে যোগ দেন ৷ ফলে ওই রাজ্যে এখন তৃণমূলই প্রধান বিরোধী দল ৷
পাঁচ বছর আগে মেঘালয়ে বিজেপিকে (BJP) সঙ্গে নিয়ে সরকার গড়েছিল এনপিপি (NPP) ৷ সেই এনপিপি এবারের ভোটে একাই লড়ছে ৷ ফলে মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন বিজেপির নেতারা ৷ এদিনের সভা থেকে সেই কথা মনে করিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, পাঁচ বছর এনপিপির সঙ্গে সরকারে ছিল ৷ এখন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এসে বলছে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ এর চেয়ে বড় ভাঁওতাবাজি হতে পারে না ৷ পাঁচ বছর ডাবল ইঞ্জিন সরকার ছিল ৷ তখন কেন কনরাড সাংমার বিরুদ্ধে ব্যবস্থা নেননি অমিত শাহ, এই প্রশ্নও তুলেছেন অভিষেক ৷
অন্যদিকে বাংলার একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আমলে যে প্রকল্পগুলি বাংলার জন্য চালু হয়েছে, সেই ধরনের প্রকল্প মেঘালয়ে ক্ষমতায় আসার পর তৃণমূল চালু করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক ৷ বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলে, তা বাস্তবায়িত করেন ৷’’
এছাড়া কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলিকেও নিশানা করেছেন তিনি ৷ তাঁর দাবি, বিজেপিকে একমাত্র হারাতে পারে তৃণমূল কংগ্রেস ৷ একটাই দল যারা বিজেপির কাছে বশ্যতা স্বীকার করেনি ৷ তাই তিনি মেঘালয়ের মানুষকে বোঝাতে চেয়েছেন যে মেরুদণ্ড বিক্রি করে দেবে এমন সরকার যেন ওই রাজ্যে তৈরি না হয়, সেটা নিশ্চিত করতে হবে ৷
আরও পড়ুন:10টি অঙ্গীকার নিয়ে মেঘালয়ের মানুষের দরজায় তৃণমূল, জানালেন অভিষেক