পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Abhishek Banerjee : আগরতলায় বাংলাদেশে হিংসার প্রসঙ্গ তুলে সম্প্রীতির বার্তা অভিষেকের - মমতা বন্দ্যোপাধ্য়ায়

আগরতলায় বাংলাদেশ হিংসা নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ বললেন, ওখানে যা হচ্ছে, তা যদি এখানেও হয়, তাহলে বাংলাদেশ আর আফগানিস্তানের সঙ্গে ভারতের পার্থক্য কী রইল !

Abhishek Banerjee comments on Bangladesh violence in Agartala
Abhishek Banerjee : আগরতলায় বাংলাদেশ হিংসার প্রসঙ্গ তুলে সম্প্রীতির বার্তা অভিষেকের

By

Published : Oct 31, 2021, 5:46 PM IST

আগরতলা, 31 অক্টোবর :বাংলাদেশ হিংসা নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee) ৷ তাও আবার ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে ৷ মাত্র কয়েকটি বাক্যে বুঝিয়ে দিলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে আক্রমণ হয়েছে, তা কখনই কাঙ্ক্ষিত নয় ৷ বার্তা দিলেন সাম্প্রদায়িক সহাবস্থান ও শান্তির ৷

আরও পড়ুন :Bangladesh Violence : বাংলাদেশে হিংসার প্রতিবাদে আসানসোলে ইসকনের মিছিল

উল্লেখ্য, বাংলাদেশের হিংসা নিয়ে প্রকাশ্যে এখনও পর্যন্ত একটি বাক্যও খরচ করেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ বদলে এই ইস্যুতে আগাগোড়া নীরব থেকেছেন তিনি ৷ অন্যদিকে, ওই ঘটনাকে হাতিয়ার করেই আসরে নেমেছে বিজেপি ৷ মিটিং, মিছিল, জমায়েতে প্রতিবাদ জানিয়েছে গেরুয়া শিবির ৷ একইসঙ্গে, প্রশ্ন তুলেছে মমতার বন্দ্যোপাধ্য়ায়ের ধর্মনিরপেক্ষতা নিয়ে ৷ তাঁর বিরুদ্ধে বিশেষ একটি সম্প্রদায়কে তোষণের অভিযোগও আনা হয়েছে ৷ রবিবার বোধ হয় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ওঠা এই সমালোচনারই জবাব দিতে চাইলেন অভিষেক ৷ তবে বিষয়টি নিয়ে লম্বা চওড়া কোনও বক্তৃতা দেননি তিনি ৷ রবিবার ত্রিপুরার আগরতলায় জনসভা করেন অভিষেক ৷ সেখানেই কথা প্রসঙ্গে বাংলাদেশে হিংসার ঘটনা তুলে ধরেন তিনি ৷ বলেন, ‘‘বাংলাদেশে যা ঘটেছে, এখানেও যদি তেমনটাই হয়, তাহলে বাংলাদেশ আর আফগানিস্তানের সঙ্গে আমাদের পার্থক্য কোথায় থাকল ? ’’

আরও পড়ুন :Bangladesh Violence : বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যাচ্ছে, আশঙ্কা প্রকাশ অপর্ণার

প্রসঙ্গত, এবারের পুজোয় সপ্তমীর দিন বাংলাদেশের কুমিল্লায় প্রথম দুর্গামণ্ডপে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে ৷ পরে তা দেশের নানা অংশে ছড়িয়ে পড়ে ৷ আক্রান্ত হন সেখানকার সংখ্যালঘুরা ৷ তবে সাধারণ মানুষ এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয় ৷ কড়া অবস্থান নেয় শেখ হাসিনা সরকারও ৷ কিন্তু, তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্য়োপাধ্য়ায় এ নিয়ে কোথাও কোনও মন্তব্য করেননি ৷ অথচ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিষয়টি নিয়ে নিজে খোঁজখবর করেছিলেন ৷ এরই প্রেক্ষেতে মমতার বিরুদ্ধে এদেশে সংখ্যালঘু তোষণের অভিযোগে সরব হয় বিজেপি ৷ এদিনের সভা থেকে মমতার হয়ে কার্যত তারই জবাব দিলেন অভিষেক ৷ বুঝিয়ে দিলেন, তাঁদের নেত্রী এবং দল মোটেও বাংলাদেশের ওই ঘটনাকে সমর্থন করে না ৷

ABOUT THE AUTHOR

...view details