কলকাতা ও দিল্লি, 27 জুলাই : অসম-মিজোরাম সীমানায় অচলাবস্থা নিয়ে এবার কেন্দ্র তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিশ শাহ এবং বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করে অসম-মিজোরাম সীমানায় হওয়া সংঘর্ষে নিহত পুলিশ কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান ৷ পাশাপাশি বিজেপির শাসনে ভারতের গণতন্ত্রের উপর হওয়া আঘাতের সমালোচনা করেন তিনি ৷ অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে একহাত নেন রাহুল ৷ তিনি অভিযোগ করেন, মানুষের মধ্যে ঘৃণা এবং অবিশ্বাসকে রুখতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন ৷
প্রসঙ্গত, গতকাল এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে অসম সরকারের তরফে অভিযোগ করা হয়, দুই রাজ্যের মধ্যে থাকা চুক্তি লঙ্ঘন করেছে মিজোরাম সরকার ৷ অভিযোগ দুই রাজ্যের সীমানার স্থিতাবস্থা ভেঙে অসমের রেঙ্গতি বস্তি অঞ্চলে রাস্তা তৈরি করছিল মিজোরাম ৷ এমনকি সেখানে অবস্থিত সিআরপিএফ ক্যাম্পের পাশে মিজোরাম পুলিশের ক্যাম্প তৈরির অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে গতকাল অসমের আইজিপি, ডিআইজি সহ প্রশাসনিক আধিকারিকরা সেখানে পরিস্থিতি খতিয়ে দেখতে যান ৷ তাঁরা মিজো সরকারকে স্থিতাবস্থা বজায় রাখার অনুরোধ জানায় ৷ কিন্তু, সেখানে স্থানীয় লোকজন মাথায় হেলমেট পরে অস্ত্র নিয়ে তাঁদের ঘিরে ধরে বলে অভিযোগ ৷ অভিযোগ, সেই সময় মিজোরাম পুলিশের তরফে অসমের প্রতিনিধি দলকে লক্ষ করে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয় ৷ এমনকি প্রতিনিধি দলকে লক্ষ করে গুলি করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ যে ঘটনায় এখনও পর্যন্ত অসম পুলিশ এবং সিআরপিএফ এর অন্তত 5 জনের মৃত্যু হয়েছে ৷ ঘটনায় এক এসপি সহ প্রায় 65 জন আহত হয়েছেন ৷
এই গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই অসম এবং মিজোরামের এনডিএ সরকার তথা কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রের সমালোচনায় একটি টুইট করে তিনি লেখেন, ‘‘অসম-মিজোরাম সীমানায় হিংসাত্মক ঘটনায় আমি বিস্মিত এবং স্তম্ভিত ৷ শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই ৷ বিজেপির শাসনে এই ধরনের ঘটনা আমাদের দেশের গণতন্ত্র মৃত্যুর মুখে ফেলে দিয়েছে ৷’’