লখনউ, 15 জুলাই:রাজনীতির ময়দানে নামছেন অমিতাভ-পুত্র অভিষেক? প্রয়াগরাজে সমাজবাদী পার্টির টিকিটে অভিষেক বচ্চন লোকসভা নির্বাচনে লড়বেন বলে মনে করা হচ্ছে। অমিতাভ-পুত্রের পাশাপাশি, বিজেপির বর্তমান সাংসদ রীতা বহুগুনা যোশীর ছেলে ময়াঙ্ক যোশীও যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। সুতরাং আগামী লোকসভা ভোটে আদৌ রীতা বহুগুনা যোশীকে বিজেপি টিকিট দেবে কি না, তাও বড় প্রশ্ন ৷ সেক্ষেত্রে অভিষেক যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তাঁর বিপক্ষে বিজেপি এই কেন্দ্র থেকে কাকে ভোটের ময়দানে নামায়, তাও এখন লাখ টাকার প্রশ্ন ৷
1984 সালে অমিতাভ বচ্চন এই প্রয়াগরাজ তৎকালীন এলাহাবাদ আসন থেকে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৷ তৎকালীন লোকদল নেতা হেমবতী নন্দন বহুগুনাকে 1 লক্ষ 9 হাজার ভোটে পরাজিত করেছিলেন। অভিষেক বচ্চনের মা জয়া বচ্চন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ। এমন পরিস্থিতিতে সমাজবাদী পার্টির দাবি, অভিষেক বচ্চন সম্ভবত প্রয়াগরাজ থেকে লোকসভা নির্বাচনে লড়তে পারেন।
অন্যদিকে, ভারতীয় জনতা পার্টির বর্তমান সাংসদ রীতা বহুগুনা যোশীর ছেলে ময়াঙ্ক যোশীও যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। এমন পরিস্থিতিতে রিতা বহুগুনা যোশী প্রয়াগরাজ থেকে বিজেপির টিকিটে আদৌ লড়বেন, এমন সম্ভাবনা কম বলেই মনে করছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। এই পরিস্থিতিতে প্রয়াগরাজের রাজনৈতিক সমীকরণ কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়। কয়েক বছর ধরে প্রয়াগরাজ আসনটি রাজনীতির কেন্দ্রবিন্দু। গত লোকসভা নির্বাচনে বিজেপির রীতা বহুগুনা যোশী এখান থেকে নিরঙ্কুশ জয় পেয়েছিলেন ৷ কিন্তু রীতার জয়ের পর বিধানসভা নির্বাচনের সুযোগ এলে তাঁর ছেলে ময়াঙ্ক জোশী সমাজবাদী পার্টিতে যোগ দেন।