পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গুজরাত বিধানসভা নির্বাচনে লড়বে আপ

গুজরাতের 2022-এর বিধানসভা নির্বাচনে 182টি আসনে লড়তে চলেছে আম আদমি পার্টি ৷ সোমবার এমনটাই জানালেন অরবিন্দ কেজরিওয়াল ৷

2022 এর গুজরাট নির্বাচনে ভোটে লড়ছে আপ
2022 এর গুজরাট নির্বাচনে ভোটে লড়ছে আপ

By

Published : Jun 14, 2021, 5:02 PM IST

Updated : Jun 14, 2021, 9:12 PM IST

আমেদাবাদ, 14 জুন : 2022-এর গুজরাত বিধানসভা ভোটে লড়বে আম আদমি পার্টি ৷ গুজরাটে বিজেপি ও কংগ্রেসকে যোগ্য জবাব দিতে ও স্বচ্ছ্ব প্রতিদ্বন্দ্বিতা করতে আপ তৈরি ৷ সোমবার আম আদমি পার্টির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ৷

এর আগে ফ্রেব্রুয়ারিতে গুজরাতে পৌরসভা নির্বাচনে 27টি আসনে জিতে নিজেদের জমি বুঝে নিয়েছিল কেজরিওয়ালের সরকার ৷ তারপরই আগামী বছর গুজরাতের বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত ৷ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন :Rajib Banerjee: সৌজন্যের মোড়কেই কি তৃণমূলে ফিরতে চাইছেন রাজীব

অন্যদিকে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনেও যে আম আদমি পার্টি প্রতিদ্বন্দ্বিতা করবে , সেকথা আগেই জানিয়েছিলেন আপ নেতা ৷ তিনি বলেন , "গুজরাতের 182টি আসনের মধ্যে প্রত্যেকটিতেই দলীয় প্রার্থী দেওয়া হবে ৷ গুজরাতে বিজেপি ও কংগ্রেস খুব তাড়াতাড়িই তাদের স্বচ্ছ্ব প্রতিদ্বন্দ্বী পেতে চলেছে ৷ গুজরাতে পরিবর্তন আসবেই ৷ "

Last Updated : Jun 14, 2021, 9:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details