নয়াদিল্লি, 26 জুলাই:পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদান সারার পর থেকে প্রায়ই তিনি খবরের শিরোমণি হয়ে থাকেন ৷ যদিও তার আগে থেকেই পরিণীতির সঙ্গে ডেটিংয়ের কারণে তিনি বেশ চর্চিত ৷ তারপর তো তাঁর রাজনৈতিক কাজকর্ম রয়েইছে ৷ বুধবার ফের একবার খবরের শিরোনামে চলে এলেন আপ নেতা রাঘব চড্ডা ৷ সংসদে চলছে বাদল অধিবেশন ৷ বুধবার অধিবেশনে যোগ দিতে সংসদে হেঁটেই প্রবেশ করছিলেন তিনি ৷ আচমকাই তাঁকে দেখে তেড়ে আসে একটি কাক এবং মাথায় ঠোক্কর দিয়ে পালায় ৷ যে ছবি ভাইরাল নেটমাধ্যমে ৷ আর এই ছবিকে হাতিয়ার করে বিজেপি বলে বসল, "ঝুট বোলে কাওয়া কাটে।"
এদিন সংসদ চত্বরে ঢোকার সময় রাঘব ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। হাতে ধরা ছিল একটা ফাইল। দেখা যায় হঠাৎ একটা কাক এসে তাঁর মাথা ঠুকরে দিচ্ছে। তা থেকে বাঁচতে রাঘব মুহূর্তের মধ্যে মাথা নিচু করে ফেলেন। আর সেই মুহূর্তের ফ্রেম বাই ফ্রেম ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিটির একটি কোলাজ বানিয়ে দিল্লি বিজেপি কটাক্ষ করে টুইটে লেখে, "ঝুট বোলে কাওয়া কাটে।"
আরও পড়ুন:সংসদ চত্বরে মোমবাতি হাতে 'ইন্ডিয়া'র সাংসদরা, আসছে বিরোধীদের অনাস্থা প্রস্তাব