পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Raghav Chadha: 'ঝুট বোলে কাওয়া কাটে ...' সংসদের বাইরে রাঘব চাড্ডাকে কাকে ঠুকরে দেওয়ার ঘটনায় কটাক্ষ বিজেপি'র - আপ নেতা রাঘব চাড্ডা

সংসদে রাঘব চাড্ডাকে ঠুকরে দিয়েছে কাকে, আর তাতেই নাস্তানাবুদ আপ নেতা ৷ তাঁর কাকে ঠোকরানের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ এনিয়েই কটাক্ষ ধেয়ে এল বিজেপির তরফে ৷ কাকে ঠোকরানোর ছবি কোলাজ বানিয়ে দিল্লি বিজেপি টুইটে লিখেছে, "ঝুট বোলে কাওয়া কাটে। এটা এতদিন শুধু শুনেছিলাম। আজ দেখে নিলাম ৷ মিথ্যাবাদীকে কাক ঠোক্কর মারছে।"

Raghav Chadha
রাঘব চাড্ডাকে কাকে ঠুকরে দিল

By

Published : Jul 26, 2023, 4:28 PM IST

নয়াদিল্লি, 26 জুলাই:পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদান সারার পর থেকে প্রায়ই তিনি খবরের শিরোমণি হয়ে থাকেন ৷ যদিও তার আগে থেকেই পরিণীতির সঙ্গে ডেটিংয়ের কারণে তিনি বেশ চর্চিত ৷ তারপর তো তাঁর রাজনৈতিক কাজকর্ম রয়েইছে ৷ বুধবার ফের একবার খবরের শিরোনামে চলে এলেন আপ নেতা রাঘব চড্ডা ৷ সংসদে চলছে বাদল অধিবেশন ৷ বুধবার অধিবেশনে যোগ দিতে সংসদে হেঁটেই প্রবেশ করছিলেন তিনি ৷ আচমকাই তাঁকে দেখে তেড়ে আসে একটি কাক এবং মাথায় ঠোক্কর দিয়ে পালায় ৷ যে ছবি ভাইরাল নেটমাধ্যমে ৷ আর এই ছবিকে হাতিয়ার করে বিজেপি বলে বসল, "ঝুট বোলে কাওয়া কাটে।"

এদিন সংসদ চত্বরে ঢোকার সময় রাঘব ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। হাতে ধরা ছিল একটা ফাইল। দেখা যায় হঠাৎ একটা কাক এসে তাঁর মাথা ঠুকরে দিচ্ছে। তা থেকে বাঁচতে রাঘব মুহূর্তের মধ্যে মাথা নিচু করে ফেলেন। আর সেই মুহূর্তের ফ্রেম বাই ফ্রেম ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিটির একটি কোলাজ বানিয়ে দিল্লি বিজেপি কটাক্ষ করে টুইটে লেখে, "ঝুট বোলে কাওয়া কাটে।"

আরও পড়ুন:সংসদ চত্বরে মোমবাতি হাতে 'ইন্ডিয়া'র সাংসদরা, আসছে বিরোধীদের অনাস্থা প্রস্তাব

এরপর ওই টুইটার হ্যান্ডেলে আরও লেখা হয়েছে, "এটা এতদিন শুধু শুনেছিলাম। আজ দেখে নিলাম ৷ মিথ্যাবাদীকে কাক ঠোক্কর মারছে।" এ নিয়ে বিজেপি নেতা তেজিন্দর পাল সিং বাগ্গা আলাদা করে ছবি পোস্ট করে রাঘবকে আক্রমণ করেছেন। ব্যঙ্গ করে তিনি লিখেছেন, "মাননীয় সাংসদ রাঘব চড্ডাজির উপর কাকের আক্রমণের কথা শুনে আমি শোকাহত। আশা করি আপনি ভালো আছেন।"

উল্লেখ্য, আম আদমি পার্টির মধ্যে রাঘব বেশ বলিয়ে-কইয়ে। খুবই অল্প বয়সেই নিজেকে রাজনীতিতে এক পরিচিত মুখ হিসাবে পরিচিত করে তুলেছেন ৷ 2020 দিল্লির রাজেন্দ্র নগর বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন রাঘব চাড্ডা। পরে পঞ্জাব থেকে রাজ্যসভায় আপ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। রাঘবের সঙ্গে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিয়েও ঠিক হয়েছে। মূলত সেকারণেও ইদানিং বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি।

আরও পড়ুন:বাগদানের পর শীঘ্রই কি বিয়ের পিঁড়িতে পরিণীতি-রাঘব, দিদি প্রিয়াঙ্কার পোস্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিনেত্রীর

ABOUT THE AUTHOR

...view details