নয়াদিল্লি, 20 নভেম্বর: মানহানি মামলায় এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আপ সাংসদ রাঘব চাড্ডা ৷ দিল্লির বিজেপি নেত্রী চাইল বিহারী গোস্বামীর করা মনহানির মামলায় একটি ট্রায়াল কোর্ট সমন পাঠিয়েছে আম আদমি পার্টির (আপ) সাংসদ রাঘব চাড্ডাকে ৷ নিম্ন আদালতের এই নির্দেশের বিরুদ্ধেই সোমবার হাইকোর্টে আবেদন করেছেন রাঘব চাড্ডা ৷ বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে এদিন আবেদন জানান রাঘব ৷ তবে আরও কিছু নথি জমা দেওয়ার জন্য কয়েকদিনের সময় চান রাঘব চাড্ডার আইনজীবী ৷ সেই আবেদন এদিন মঞ্জুর করেছেন বিচারপতি ৷ 11 ডিসেম্বর মামলাটির শুনানির দিন ধার্য করেছে দিল্লি হাইকোর্ট ৷
এর আগে ওই বিজেপি নেতার করা মানহানির মামলায় দিল্লির এক ম্যাজিস্ট্রেট কোর্ট তলব করেছিল আপ সাংসদ রাঘব চাড্ডাকে ৷ 9 নভেম্বর সেই রায়ই বহাল রাখে সেশন কোর্টও ৷ বিচারক জানান, আইন মেনেই ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আপ সাংসদকে ডেকে পাঠিয়েছে, ফলে তা বাতিল হবে না ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন রাঘব চাড্ডা ৷