নয়াদিল্লি, 4 মে:জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। বুধবার মধ্যরাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেখানে ৷ আচমকাই দিল্লি পুলিশ এবং কুস্তিগীরদের মধ্যে শুরু হয় হাতাহাতি ৷ বজরং পুনিয়াদের অভিযোগ, দিল্লি পুলিশ তাঁদের সঙ্গে অত্যাচার করছে ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ হাসপাতালে ভরতি করা হয়েছে আহত কুস্তিগীরদের ৷ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন অলিম্পিক পদকজয়ী সাক্ষী মালিক ৷ ভিনেশদের উপর পুলিশি হেনস্তার ঘটনায় তড়িঘড়ি বৈঠক ডাকেন দিল্লির আম আদমি পার্টির আহ্বায়ক গোপাল রাই ৷
বজরংরা জানিয়েছেন, মধ্যরাতে দিল্লি পুলিশ এসে তাঁদের সঙ্গে অভব্য আচরণ করে ৷ আচমকাই এসে মারধর করা হয় তাঁদের, এমনকী মহিলা কুস্তিগীরদেরও গালিগালাজও করা হয়েছে বলে মারাত্মক অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। গতকাল সেখানে বৃষ্টি হওয়ায় মাটি ভিজে ছিল ৷ তাই বিক্ষোভস্থলে খাট পেতে শোওয়ার চেষ্টা করছিলেন কুস্তিগীররা ৷ তখনই পুলিশ তাঁদের বাধা দেয়। অন্য়দিকে, ডিসিপি প্রণব তায়াল জানিয়েছেন, তাঁরা বাধা দিলেও কুস্তিগীররা খাট পাততে অনড় থাকেন ৷ এরপরই শুরু হয় ধাক্কধাক্কি ৷ আর তাতেই পরিস্থিতি চরমে পৌঁছয়।