দিল্লি, 31 জানুয়ারি : বিজেপির বিরুদ্ধে দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভিডিয়ো বিকৃত করার অভিযোগ আনলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷ রবিবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আপ নেতা তোপ দাগেন নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে৷ মণীশের অভিযোগ, নয়া তিন কৃষি আইন এনে ব্য়াকফুটে চলে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ আর এখন সেই দায় কেজরিওয়ালের উপর চাপানোর চেষ্টা করছেন তিনি৷ দিল্লির মুখ্য়মন্ত্রীকে শিখণ্ডী করে নয়া কৃষি আইনের স্বপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করছে গেরুয়া শিবির৷
এদিন মণীশ বলেন, ‘‘কৃষক আন্দোলনে বেকায়দায় পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাই এখন কেজরিওয়ালের ঘাড়ে বন্দুক রাখা হচ্ছে৷ নিজেদের অবস্থানকে পোক্ত করতে সোশাল মিডিয়ায় কেজরিওয়ালের বিকৃত ভিডিয়ো চালানো হচ্ছে৷’’