পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কেজরিওয়ালের ভিডিয়ো বিকৃত করার অভিযোগ আপের - বিজেপি

নয়া কৃষি আইন এনে ব্য়াকফুটে মোদি সরকার৷ আর তাই অরবিন্দ কেজরিওয়ালকে শিখণ্ডী করে নয়া আইনের স্বপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করছে গেরুয়া শিবির৷ সেই কারণেই কেজরিওয়ালের একটি ভিডিয়ো বিকৃত করে পোস্ট করা হয়েছে ৷ এমনই অভিযোগ দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ আপ নেতা মণীশ সিসোদিয়ার৷

AAP alleges BJP behind 'doctored' Kejriwal video
কেজরিওয়ালের ভিডিও বিকৃত করার অভিযোগ আপের

By

Published : Jan 31, 2021, 5:23 PM IST

দিল্লি, 31 জানুয়ারি : বিজেপির বিরুদ্ধে দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ভিডিয়ো বিকৃত করার অভিযোগ আনলেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া৷ রবিবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আপ নেতা তোপ দাগেন নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে৷ মণীশের অভিযোগ, নয়া তিন কৃষি আইন এনে ব্য়াকফুটে চলে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি৷ আর এখন সেই দায় কেজরিওয়ালের উপর চাপানোর চেষ্টা করছেন তিনি৷ দিল্লির মুখ্য়মন্ত্রীকে শিখণ্ডী করে নয়া কৃষি আইনের স্বপক্ষে যুক্তি খাড়া করার চেষ্টা করছে গেরুয়া শিবির৷

এদিন মণীশ বলেন, ‘‘কৃষক আন্দোলনে বেকায়দায় পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাই এখন কেজরিওয়ালের ঘাড়ে বন্দুক রাখা হচ্ছে৷ নিজেদের অবস্থানকে পোক্ত করতে সোশাল মিডিয়ায় কেজরিওয়ালের বিকৃত ভিডিয়ো চালানো হচ্ছে৷’’

মণীশ বলেন, ওই ভিডিওয় দেখানো হয়েছে যে কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করছেন৷ যা সঠিক নয়৷ মণীশের দাবি, ‘‘ওই ভিডিয়োটি আসল নয়৷ ভিডিয়োটিকে কাটাছেঁড়া করা হয়েছে এবং সেটি বিকৃত৷ কেজরিওয়ালের মন্তব্যকে ভিডিয়োতে বিকৃতভাবে পেশ করা হয়েছে৷ প্রধানমন্ত্রী মোদি জানেন মানুষ শুধুমাত্র কেজরিওয়ালের মুখের কথাই বিশ্বাস করবেন৷ আর তাই ওঁরা এই বিকৃত ভিডিয়ো তৈরি করেছেন৷’’

আরও পড়ুন:কেন্দ্র ব্য়র্থ হলে, দিল্লিবাসীকে বিনামূল্য়ে কোরোনার ভ্য়াকসিন দেবে দিল্লি সরকার : কেজরি

প্রসঙ্গত, বিতর্কিত ওই ভিডিয়ো সম্প্রতি বিজেপির টুইটার হ্য়ান্ডেলে প্রকাশ করা হয়৷ তাতে কেজরিওয়ালকে নয়া কৃষি আইন নিয়ে কথা বলতে দেখা গিয়েছে৷ সেটিতে বিকৃত আখ্যা দিয়ে ‘আসল’ ভিডিয়োটিও পোস্ট করেছেন মণীশ৷

ABOUT THE AUTHOR

...view details