নয়াদিল্লি, 4 ডিসেম্বর: জেল প্রশাসনের কাছে উপন্যাস ও সাহিত্যের বই পড়ার ইচ্ছা প্রকাশ করেছেন শ্রদ্ধা হত্যা মামলায় অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawalla) ৷ তিনি এখন বন্দি তিহার জেলে । সংবাদ সংস্থা এএনআইকে, তিহার জেল সূত্র জানিয়েছে, আফতাব ইংরেজি বই পড়তে চেয়েছেন ৷ একই সঙ্গে তিহার জেল প্রশাসনও তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব বই দেওয়ার আশ্বাস দিয়েছে ।
ইতিমধ্যে আফতাবের পাঁচ দফা পলিগ্রাফ টেস্ট (Polygraph Test) ও 2 ঘণ্টার নারকো টেস্ট হয়েছে । ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (Forensic Science Laboratory) বা এফএসএল (FSL)-এর একটি সূত্রে জানা গিয়েছে, পলিগ্রাফ টেস্টে আফতাব স্বীকার করেছে যে সে প্রেমিকা শ্রদ্ধা ওয়াকারকে (Shraddha Walkar) শ্বাসরোধ করে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে দিল্লির বিভিন্ন জায়গায় এবং কিছু টুকরো জঙ্গলে ফেলে দিয়েছে । এমনকী শ্রদ্ধাকে খুনের পর আরও অনেক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল বলেও স্বীকার করেছেন তিনি ।
আরও পড়ুন:শ্রদ্ধার খুনের পর দুবার গেলেও ঘরে দেহাংশ লুকনো আছে টেরই পাননি আফতাবের নতুন প্রেমিকা !