নান্দেদ (মহারাষ্ট্র), 11 নভেম্বর: মহারাষ্ট্রে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নেবেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে (Aaditya Thackeray in Bharat Jodo Yatra) ৷ এ দিন মহারাষ্ট্রে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’ পঞ্চমদিনে পড়েছে (Congress Bharat Jodo Yatra in Maharashtra) ৷ বর্তমানে এই যাত্রা নান্দেদ জেলায় রয়েছে ৷ আজকের পর সেটি পার্শ্ববর্তী জেলা হিংগোলিতে প্রবেশ করবে ৷ সেখানেই শিবসেনা নেতা আদিত্য ঠাকরে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নেবেন বলে জানা গিয়েছে ৷
মহারাষ্ট্র কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আদিত্য ঠাকরে শনিবার বিকেল 4টের সময় ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগ দেবেন ৷ সেখানে পদযাত্রায় অংশ নেবেন আদিত্য ৷ মহারাষ্ট্র বিধান পরিষদের সদস্য আম্বাদাস দানভে এবং শিবসেনা বিধায়ক সচিন আহিরও এই পদযাত্রায় অংশ নেবেন বলে জানিয়েছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস ৷ প্রসঙ্গত, গত 7 সেপ্টেম্বর রাহুল গান্ধি (Rahul Gandhi) তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে এই ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনা করেছিলেন ৷ আজ সেই কর্মসূচির 65 তম দিন ৷