গুয়াহাটি, 8 অক্টোবর: অসমের রাজধানী গুয়াহাটিতে ক্রমশ বেড়েছে চলেছে অপরাধের ঘটনা ৷ উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার প্রতিদিন উঠে আসছে খবরের শিরোনামে ৷ খুন, ডাকাতি, ছিনতাই বা ড্রাগ সংক্রান্ত অপরাধ ক্রমশ বেড়ে চলেছে এই শহরে ৷ শনিবারও এমন একটি ঘটনা উঠে এসেছে যা শুনে আঁতকে উঠতে হয় ৷ শনিবার গুয়াহাটির নুনমতি গণেশ মন্দির রোডের ঘটনা ৷ বিজয়া জ্যোতি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলে ফ্ল্যাট নম্বর 3সি-তে খুন হন এক যুবক ৷ সেই যুবককে তাঁরই বন্ধু পিটিয়ে খুন করেছে বলে জানা গিয়েছে ৷ মর্মান্তিক ঘটনাটি এদিন ঘটেছে সন্ধ্যা 6টা নাগাদ ৷
পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম রোহিত দর্জি ৷ তিনি বামুনি ময়দান রেলওয়ে কলোনির বাসিন্দা ৷ শনিবার সারাদিন তাঁকে দেখা গিয়েছিল বন্ধু শুভ্রজিৎ বোরার সঙ্গে ৷ তিনি বিজয়া জ্যোতি অ্যাপার্টমেন্টের মালিকের ছেলে ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোহিতকে পিটিয়ে খুন করেছেন শুভ্রজিৎ ৷ এরপর যুবকের দেহ গণেশ মন্দির রোডের 14 নম্বর লেনে ফেলে আসা হয় ৷ পুরো ঘটনাটি নজরে আসে স্থানীয়দের ৷ তাঁরাই পুলিশে খবর দেন ৷