পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Paragliding accident in Lachung : লাচুংয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হায়দরাবাদের যুবতীর

সিকিমের লাচুংয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনা । লাচুং নদীতে তলিয়ে মৃত্যু হল হায়দ্রাবাদের যুবতী ও প্যারাগ্লাইডারের (Paragliding accident in Lachung) । যুবতীর নাম এষা রেড্ডি সাঙ্কেপেল্লি ৷ প্যারাগ্লাইডারের নাম সন্দীপ গুরুং ৷

paragliding accident
লাচুংয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হায়দরাবাদের যুবতীর

By

Published : Apr 1, 2022, 6:46 PM IST

Updated : Apr 1, 2022, 6:58 PM IST

কালিম্পং, 1 এপ্রিল : প্যারাগ্লাইডিং করতে গিয়ে ঘটল দুর্ঘটনা (Paragliding accident in Lachung) ৷ ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের লাচুং এলাকায় । ঘটনায় মৃত্যু হল দু‘জনের । প্যারাগ্লাইডার ও এক ভিনরাজ্যের পর্যটকের ।

এদিন সকালে সাড়ে নটা নাগাদ লাচুং ভিউ পয়েন্ট থেকে ওই দু‘জন প্যারাগ্লাইডিং করতে উড়েন । এরপরই আকাশে তীব্র ঝড়ো হাওয়ার কারণে তাঁদের প্যারাসুটটি দুর্ঘটনার কবলে পরে এবং ভারসাম্য হারিয়ে ওই দু‘জন লাচুং নদীতে তলিয়ে যান । তাঁদের ব্য়বহৃত প্যারাসুটটি লাচুংয়ের ফাকা নামে একটি জায়গায় তারে আটকে থাকা অবস্থায় উদ্ধার হয় ।

পাহাড়ি নদীতে পড়তেই তীব্র স্রোতে তলিয়ে যান দু‘জনে । তলিয়ে যাওয়ার পর নদীতে থাকা বড়বড় বোল্ডারের নীচে আটকে যায় দু‘জনের দেহ । খবর পেয়ে নদীতে উদ্ধার কাজে নামেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের জওয়ানরা । কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয় জওয়ানদের । এরপর উদ্ধার কাজের সহযোগিতায় এগিয়ে আসে লাচুং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও জোমসা ভলান্টিয়ারর্সরা । ডুবুরির মাধ্যমে আট ঘণ্টা তল্লাশির পর দেহ উদ্ধার হয় ।

সিকিম পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে সিকিমের রেশিথাংয়ের থামিদাড়ার বাসিন্দা প্যারাগ্লাইডার সন্দীপ গুরুংয়ের (26)। যিনি বিগত সাড়ে চার বছর ধরে পর্যটকদের প্যারাগ্লাইডিং করাতেন । পাশাপাশি মৃত্যু হয়েছে হায়দরাবাদের খাম্মাম এলাকার বাসিন্দা রামকুমার রেড্ডি সাঙ্কেপেল্লি মেয়ে এষা রেড্ডি সাঙ্কেপেল্লির (23)। ইতিমধ্যে সিকিম পুলিশ হায়দরাবাদের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে লাচুংয়ে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে ।

আরও পড়ুন :IMD Prediction : ভারী বৃষ্টি ও তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দফতরের

Last Updated : Apr 1, 2022, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details