বেঙ্গালুরু, 28 অগস্ট:আবার লিভ-ইন-পার্টনারকে খুনের অভিযোগ ৷ অভিযোগের তির যুবকের বিরুদ্ধে ৷ শনিবার বেঙ্গালুরুর বেগুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, মৃত যুবতী দেবা (24) তাঁর সঙ্গী বৈষ্ণবের সঙ্গে এখানে থাকতেন ৷ পুলিশ সূত্রে খবর, কলেজ থেকে তাঁরা একে-অপরের বন্ধু ৷ দু‘জনেই কেরলের বাসিন্দা ৷ 3 বছর আগে ওই যুবক ও তাঁঁর বান্ধবী বেঙ্গালুরু এসে বসবাস শুরু করেন ৷ তাঁরা চাকরিও করতেন ৷
দুই পরিবারের লোকজন জানত তাঁদের সম্পর্কের কথা ৷ তবে বান্ধবী দেবার আচরণ নিয়ে সন্দেহ হয় বৈষ্ণবের ৷ তাঁর মনে হতে থেকে দেবা অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন ৷ তা নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয় তাঁদের মধ্যে ৷ শনিবার সন্ধ্যায় অশান্তি হয় ৷ এরপর রবিবার বিকাল হঠাৎ প্রেসার কুকার দিয়ে বান্ধবী দেবা আঘাত করে ৷ মৃ্ত্যু হয় ওই যুবতীর ৷ ঘটনাটি জানাজানি হতে উপস্থিত হয় পুলিশ ৷ আটক করা হয় অভিযুক্তকে ৷ এ প্রসঙ্গে ডিসিপি দক্ষিণ পূর্ব বিভাগের সিকে বাবা জানান, বেগুর থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷