পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Young Man kills Girlfriend: বান্ধবীকে প্রেসার কুকার দিয়ে 'খুন', অভিযুক্ত প্রেমিক - allegedly

লিভ-ইন পার্টনারকে প্রেসার কুকারের আঘাত খুন করল যুবক ৷ মৃত তরুণীর নাম দেবা ৷ প্রেমিক ও প্রেমিকা দু‘জনে কেরলের বাসিন্দা ছিলেন ৷ কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 9:44 AM IST

Updated : Aug 28, 2023, 11:24 AM IST

বেঙ্গালুরু, 28 অগস্ট:আবার লিভ-ইন-পার্টনারকে খুনের অভিযোগ ৷ অভিযোগের তির যুবকের বিরুদ্ধে ৷ শনিবার বেঙ্গালুরুর বেগুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, মৃত যুবতী দেবা (24) তাঁর সঙ্গী বৈষ্ণবের সঙ্গে এখানে থাকতেন ৷ পুলিশ সূত্রে খবর, কলেজ থেকে তাঁরা একে-অপরের বন্ধু ৷ দু‘জনেই কেরলের বাসিন্দা ৷ 3 বছর আগে ওই যুবক ও তাঁঁর বান্ধবী বেঙ্গালুরু এসে বসবাস শুরু করেন ৷ তাঁরা চাকরিও করতেন ৷

মৃত বান্ধবীর সঙ্গে বৈষ্ণব

দুই পরিবারের লোকজন জানত তাঁদের সম্পর্কের কথা ৷ তবে বান্ধবী দেবার আচরণ নিয়ে সন্দেহ হয় বৈষ্ণবের ৷ তাঁর মনে হতে থেকে দেবা অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন ৷ তা নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয় তাঁদের মধ্যে ৷ শনিবার সন্ধ্যায় অশান্তি হয় ৷ এরপর রবিবার বিকাল হঠাৎ প্রেসার কুকার দিয়ে বান্ধবী দেবা আঘাত করে ৷ মৃ্ত্যু হয় ওই যুবতীর ৷ ঘটনাটি জানাজানি হতে উপস্থিত হয় পুলিশ ৷ আটক করা হয় অভিযুক্তকে ৷ এ প্রসঙ্গে ডিসিপি দক্ষিণ পূর্ব বিভাগের সিকে বাবা জানান, বেগুর থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন:শ্রদ্ধার দেহ কাটতে করাতের ব্যবহার ! হাড়ের অটোপসি রিপোর্টে ইঙ্গিত

সম্প্রতি দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার নামে এক তরুণীকে নৃশংসভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, খুনের পর তাঁর দেহ কেটে 35টি টুকরো করে বিভিন্ন এলাকায় ফেলে দিয়েছিল প্রেমিক আফতাব পুণেওয়ালা ৷ যদিও শেষ রক্ষা হয়নি ৷ মেয়ের খোঁজ না পেয়ে পুলিশে যোগাযোগ করে তাঁর পরিবার ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমে শ্রদ্ধার দেহাংশ উদ্ধার করে পুলিশ ৷ গ্রেফতার হয় 'খুনি' আফতাব ৷ তারপর একেরপর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে থাকে ৷ বর্তমানে ঘটনার তদন্ত চলছে ৷ এবার লিভ-ইন-পার্টনারকে খুনের অভিযোগ দায়ের হল বেঙ্গালুরুতে।

আরও পড়ুন:বিশ্বাসভঙ্গের সন্দেহে স্ত্রীকে হত্যা, দেহ টুকরো করে ফেলা হল জলের ট্যাংকে

Last Updated : Aug 28, 2023, 11:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details