কালাবুরাগি (কর্ণাটক), 23 মার্চ:এক মহিলা আইনজীবী তথা সমাজ কর্মী খুনে বুধবার বিকেলে চাঞ্চল্য ছড়াল কর্ণাটকের কালাবুরাগিতে (Karnataka News)৷ নিহতের নাম মাজাত সুলতান (35) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি গাড়ি করে মহিলার বাইকে ধাক্কা দেওয়া হয় ৷ তারপর মাথায় পাথর ছুড়ে তাঁকে হত্যা করা হয় ৷
মাজাত সুলতান, কালাবুরাগি শহরের জানজম কলোনির বাসিন্দা ৷ তিনি ছিলেন আইনজীবী ও সমাজকর্মী ৷ তাঁর স্বামী সাদ্দামের অভিযোগ, আজিম গাউন্ডি, ওয়াসিম গাউন্ডি, নাঈম ও নাদিম এই চারজন সম্পত্তির কারণে মাজাতকে খুন করেছে ৷ নাঈম ও নাদিম হল সাদ্দামের দুই ভাই ৷ সাদ্দামের কথায়, "সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল ৷ সোশাল মিডিয়ায় চ্যানেল পরিচালনাকারী আজিম ও ওয়াসিম অভিযুক্তদের সাহায্য করে ৷"
সম্পত্তি ইস্যুতে তোলপাড়ের জেরে এই দম্পতিকে অন্য এলাকায় থাকতেন ৷ বুধবার বাড়ি খালি করে একটি গাড়িতে করে জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন তাঁরা ৷ মাজাত এই গাড়িটির পিছনে বাইক নিয়ে যাওয়ার সময় অপর একটি গাড়িতে থাকা অভিযুক্ত চারজন ইচ্ছাকৃতভাবে বাইকটিতে ধাক্কা দেয় ৷ সাদ্দাম এই ঘটনায় পুলিশকে জানায়, বাইকটি মাটিতে পড়ে যাওয়ার পর তাঁরা পাথর ছুড়ে মাজাতকে হত্যা করে ৷
খবর পেয়ে পুলিশ কমিশনার চেতন আর, ডিসিপি আদ্দুরু শ্রীনিবাসালু-সহ উর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ৷ ডগ স্কোয়াড ও ফিঙ্গারপ্রিন্ট টিমও এসে ঘটনাস্থল পরিদর্শন করে ৷ এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে ৷ শুরু হয়েছে তদন্ত ৷ এই বিষয়ে ডিসিপি আদ্দুরু শ্রীনিবাসালু বলেন, "খুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছি ৷ উনি একজন আইনজীবী ৷ অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে তাঁকে হত্যা করে ৷ কীভাবে খুন করা হয়েছে ও এর নেপথ্যে কী কারণ রয়েছে তা তদন্ত শেষেই জানা যাবে ৷ মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনিও কয়েকটি অভিযোগ করেছেন ৷ ওঁর অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেফতার করা হবে ৷ এফএসএল টিমও ঘটনাস্থল পরিদর্শন করেছে ৷ একটি বাইকে গৃহস্থালির জিনিসপত্র স্থানান্তর করার সময় এই ঘটনা ঘটে ৷"
আরও পড়ুন :পটনায় নাবালিকাকে 'গণধর্ষণ', গ্রেফতার তিন অভিযুক্ত