কোয়েম্বাটোর, 8 নভেম্বর:সোশাল মিডিয়া মারফৎ প্রথম বিষয়টি সম্পর্কে জ্ঞাত হয়েছিলেন তিনি ৷ কিন্তু জানতে পেরে আর অপেক্ষা করেননি ৷ যোগাযোগ করেছিলেন প্রয়োজনীয় সংস্থার সঙ্গে ৷ তারপর থেকে গত 10 মাস ধরে নিয়মিত কোয়েম্বাটোর হাসপাতালে স্তনদুগ্ধ দান করে আসছেন এক সন্তানের মা সিন্ধু মণিকা ৷ চাপা থাকেনি তাঁর এই মহৎ কাজের কথা ৷ শেষপর্যন্ত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেই ফেললেন কোয়েম্বাটোরের মহিলা (Woman from Coimbatore entered the record book by donating breast milk) ৷
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত 10 মাসে 55 লিটার বুকের দুধ তাদের দান করেছেন মণিকা, যা রেকর্ড (Sindhu Monika donates 55 liters breast milk in last 10 months) ৷ স্বীকৃতি হিসেবে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের পাশাপাশি এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম নথিভুক্ত করেছেন তিনি ৷ প্রাথমিকভাবে কোনও ধ্যানধারণা না-থাকলেও মণিকাকে স্তনদুগ্ধ সংগ্রহের পদ্ধতি থেকে তা সংরক্ষণ করার বিষয় সম্পর্কে সচেতন করে তিরুপুর জেলার একটি সংস্থা, যারা মহিলাদের স্তনদুগ্ধ সংরক্ষণ করে থাকে ৷ দেড় বছরের কন্যাসন্তানের মা মণিকা এই সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবে রূপায়ণ করার প্রতিটি পদক্ষেপে স্বামী মহেশ্বরনের সমর্থন পেয়েছেন ৷ যিনি পেশায় একজন অধ্য়াপক ৷