পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

WB Migrant Labor Accused of Rape : আড়াই বছরের শিশুকে 'ধর্ষণ', অভিযুক্ত বাংলার পরিযায়ী শ্রমিক - অভিয়ুক্ত বাংলার পরিযায়ী শ্রমিক

পুলিশ জানিয়েছে কোটাবাগ এলাকায় একটি রিসর্ট তৈরির কাজ হচ্ছে । অভিযুক্ত সেখানেই কাজ করে । নির্যাতিতার বাবা-মাও সেই কাজের সঙ্গেই যুক্ত। তাঁরা আদতে বিহারের বাসিন্দা (Police said the accused is from WB) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 26, 2022, 8:32 AM IST

Updated : Nov 26, 2022, 9:03 AM IST

হালদোয়ানি, 26 নভেম্বর:শিশুকন্যাকে ধর্ষণের অভিযেোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক (Police said the accused is from WB)। উত্তরাখণ্ডের কোটাবাগ এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে বছর আড়াইয়ের ওই শিশুর শারীরিক পরিস্থিতি বেশ গুরুতর। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে কোটাবাগ এলাকায় একটি রিসর্ট তৈরির কাজ হচ্ছে । অভিযুক্ত সেখানেই কাজ করে । নির্যাতিতার বাবা-মাও সেই কাজের সঙ্গেই যুক্ত। তাঁরা আদতে বিহারের বাসিন্দা । যে এলাকায় রিসর্টটি তৈরি হচ্ছে সেখানেই থাকেন শ্রমিকরা । স্থানীয় পুলিশ আধিকারিক নন্দন সিং রাওয়াত জানান, শুক্রবার দুপুরে নির্যাতিতার বাবা-মা কাজে গিয়েছিলেন । সেসময় শিশুটিকে একা ছিল। তখনই ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে বলে মনে করা হচ্ছে । বাবা-মা ফিরে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান । এরপরই অভিযোগ দায়ের হয় পুলিশে । অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে পকসো আইনের (POCSO) একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে ।

আরও পড়ুন:থমকে ঠান্ডা, জাঁকিয়ে শীত দূরেই

Last Updated : Nov 26, 2022, 9:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details